গোরখ পান্ডে-র দুটি কবিতা
গ্রামের নাম 'পন্ডিত কে মুন্ডেরওয়া'। উত্তর প্রদেশের দেওরিয়া জেলার এই গ্রামে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন কবি গোরখ পান্ডে। বামপন্থী ভাবধারায় রচিত তাঁর কবিতা এবং গীত অত্যন্ত আলোড়ন তুলেছিল এক সময়। বিশেষ করে ভোজপুরি ভাষায় লেখা তাঁর গীত আজও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিপুলভাবে সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ 'ভোজপুরী কে নও গীত', 'জাগতে রহো সোনেবালো', 'স্বর্গ সে বিদাই', 'সময় কা পহিয়া', 'লোহা গরম হো গয়া হ্যায়' প্রমুখ। অনূদিত ছোট্ট দুটি কবিতায় খুঁজে পাওয়া যায় কবির সমাজ সচেতনতার উষ্ণ আবেদনকে। ১৯৮৯ সালের ২৯ শে জানুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে কবি গোরখ পান্ডে প্রয়াত হন। তাঁর দুটি কবিতা মূল হিন্দি থেকে বাংলায় অনুবাদ করলেন স্বপন নাগ।
...........................................
তাঁর ভয়
""""""""""""""""""""""""
তিনি ভয় পান।
দেদার ধন-দৌলত
গোলা-বারুদ, পুলিশ-সেনা সত্ত্বেও
কিসের এত ভয় তাঁর ?
তাঁর বড় ভয় --
একদিন
এই নিরস্ত্র গরিব মানুষগুলোও
তাঁকে ভয় পাওয়া
বন্ধ করে দেবে !
.............................................
তোমার ভয় আছে
""""""""""""""""""""""""
হাজার বছরের পুরনো ওদের ক্রোধ,
হাজার বছরের পুরনো ওদের ঘৃণা,
আমি তো শুধু
ছড়িয়ে-ছিটিয়ে থাকা ওদের শব্দগুলোকে
ছন্দ আর মিলে গেঁথে ফিরিয়ে আনছি মাত্র।
অথচ তোমার ভয় --
বুঝি উসকে দিচ্ছি আগুন !
********************************
মূল হিন্দি কবিতা :
डर
----
वे डरते हैं
किस चीज़ से डरते हैं वे
तमाम धन- दौलत
गोला - बारूद पुलिस फौज के बावजूद ?
वे डरते हैं
कि एक दिन
निहत्थे और गरीब लोग
उनसे डरना
बन्द कर देंगे।
**
तुम्हे डर है
------------
हजार साल पुराना है उनका गुस्सा
हजार साल पुरानी है उनकी नफ़रत
मैं तो सिर्फ़
उनके बिखरे हुए शब्दों को
लय और तुक के साथ लौटा रहा हूं
मगर तुम्हे डर है कि
आग भड़का रहा हूं
..............................