ফিচার

মাটির সাতশো কিমি নীচে বিপুল জলভাণ্ডার, দাবি গবেষকদের

টিম সিলি পয়েন্ট April 7, 2024 at 5:57 am ফিচার

গোটা পৃথিবী জুড়ে জলের যোগান কমে আসা নিয়ে দুশ্চিন্তা যখন বেড়েই চলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের নতুন অনুসন্ধান আশার আলো দেখাচ্ছে। বিখ্যাত এক বিজ্ঞান-জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে তাঁরা উল্লেখ করেছেন, ভূপৃষ্ঠের সাতশো কিলোমিটার নীচে রয়েছে এক বিপুল জলভাণ্ডার। তাঁদের দাবি, সমস্ত মহাসাগর মিলিয়ে ভূপৃষ্ঠে যে-পরিমাণ জল রয়েছে, তার অন্তত তিন গুণ জল সঞ্চিত রয়েছে এখানে। অবশ্য এই জল পেয় কিনা, সে বিষয়ে কোনও সদুত্তর মেলেনি এখনও।

রিংউডাইট নামে এক ধরনের প্রস্তর এই জলভাণ্ডারকে ধারণ করে রেখেছে। এই পাথরের আণবিক বিন্যাস অনেকটা স্পঞ্জের মতো। ভূকম্পের তরঙ্গ বিচার-বিশ্লেষণ করতে গিয়েই এই জলভাণ্ডারের খোঁজ মিলেছে। ভূগর্ভের একটি নির্দিষ্ট জায়গায় সিসমিক তরঙ্গ ধীরগতির হয়ে পড়ায় গবেষকরা তার কারণ খুঁজছিলেন। জলের কারণেই এই তরঙ্গদের গতি কমে যায়। এই জলভাণ্ডারের বয়স নিয়ে কোনও সিদ্ধান্তে তাঁরা এখনও আসতে পারেননি। পৃথিবীর জলসংকট মোচনে এই ভাণ্ডারকে কাজে লাগানো যাবে কিনা, তার উত্তর দেবার সময় আসেনি এখনও। 

............  

#ringwoodite #Northwestern University #large water reservoir #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

3

Unique Visitors

219669