পরিবেশ ও প্রাণচক্র

নীলনদের প্লাস্টিক দিয়ে পিরামিড : মিশরে অভিনব পরিবেশ-সচেতনতার বার্তা

টিম সিলি পয়েন্ট Nov 26, 2022 at 9:28 am পরিবেশ ও প্রাণচক্র

২০ টন ওজনের প্লাস্টিক। সবটাই সংগ্রহ করা হয়েছে বিখ্যাত নীল নদ থেকে। আর তাই দিয়েই মিশরের পশ্চিম প্রান্তের মরুভূমিতে কায়রোর কাছাকাছি তৈরি হল তিনতলা বাড়ির সমান উচ্চতার আস্ত একটা পিরামিড। নেপথ্যে রয়েছে মিশরের এক পরিবেশকর্মীদের সংগঠন। এই অভিনব পিরামিড শুধু মানুষকে চমকে দিচ্ছে তা-ই নয়, পরিবেশ দূষণ সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলছে।

৬ নভেম্বর থেকে মিশরের শার্ম-আল-শেইখে শুরু হয়েছে কপ-২৭ সম্মেলন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে এই সম্মেলনে সামিল হয়েছেন ১৯০টি দেশের প্রতিনিধিরা। তারই অংশ হিসেবে এই উদ্যোগ। জিরো-ওয়েস্ট কোম্পানি ‘জিরো কো’ এবং ওয়াইন কোম্পানি 'হিডেন সি'-র নেতৃত্বে শুরু হওয়া উদ্যোগটির নাম দেওয়া হয়েছে '100 YEAR CLEANUP'। কারণ উদ্যোক্তারা জানিয়েছেন তাঁদের নদী ও সাগর সাফাই অভিযান তাঁরা চালাবেন আগামী একশো বছর ধরে।  'হিডেন সি'-র প্রতিষ্ঠাতা জাস্টিন মোরান জানিয়েছেন, তাঁর কোম্পানির পক্ষ থেকে মহাসাগর ও নদী থেকে এখনও পর্যন্ত ১৮ মিলিয়নেরও বেশি প্লাস্টিক বোতল অপসারণ করেছে। কিন্তু প্রয়োজনের তুলনায় এটা কিছুই না। এই প্লাস্টিক পিরামিডকে তাঁরা প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছেন। আরও অনেক মানুষকে তাঁরা এই একশো বছরের সাফাই অভিযানে শামিল করতে চান। মাত্র পাঁচ দিনেই তৈরি করা এই প্লাস্টিকের পিরামিড সাধারণ মানুষের দৃষ্টি কাড়লেও তাদের পরিবেশ-সচেতন করে তুলতে পারবে কি? সময়ই এর উত্তর দেবে। 

.................. 

ঋণ : www.waste360.com 


#Plastic Waste Pyramid #Nile River #Sustainable Development #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

29

Unique Visitors

214998