সামুদ্রিক দূষণের মোকাবিলা করবে প্লাস্টিকখেকো মাছ
আকারে মাত্র ১.৩ সেন্টিমিটার। তারাই হতে পারে সামুদ্রিক দূষণের মোক্ষম সমাধান। অবশ্য এরা আসল মাছ নয়। রোবট মাছ। চিনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের তৈরি এই রোবট মাছ অগভীর জলের সমস্ত মাইক্রোপ্লাস্টিক কণা খেয়ে ফেলতে সক্ষম।
আধুনিক পৃথিবীর একটি প্রধান সমস্যা হল প্লাস্টিক দূষণ। বহু প্লাস্টিকজাত দ্রব্য ক্ষয়প্রাপ্ত হয়ে মাইক্রোপ্লাস্টিক কণায় পরিণত হয় আর তা ভেসে বেড়ায় বাতাসে। জমা হয় নদীতে, সমুদ্রেও। সেই সময়ার সমাধানের চেষ্টাতেই পলিইউরিথেন নামক উপাদান দিয়ে এই বিশেষ প্লাস্টিকখেকো রোবট মাছ তৈরি করেছেন গবেষকরা। পলিইউরিথেন পরিবেশবান্ধব একটি উপাদান। ফলে কোনও বড় মাছ যদি এই মাছ খেয়েও ফেলে তাহলেও ক্ষতির সম্ভাবনা নেই। আজত হলে নিজে থেকেই ক্ষত সারিয়ে নেবার ক্ষমতাও রয়েছে এদের। সব ঠিকঠাক চললে ধীরে ধীরে এদের আরও গভীর জলে পাঠিয়ে মাইক্রোপ্লাস্টিক কণা খাওয়ানোর পরিকল্পনা রয়েছে, জানিয়েছেন গবেষকেরা। আপাতত পরীক্ষার স্তরে থাকলেও, আশা করা যায় খুব তাড়াতাড়ি বৃহত্তর আকারে এই মাছেদের সমুদ্ররক্ষার কাজে লাগাতে হবে।
..................
#robot fish #microplastics #ocean pollution #plastic polution