পরিবেশ ও প্রাণচক্র

দীর্ঘতম উড়ান : একটানা এগারো দিন উড়ে রেকর্ড পরিযায়ী পাখির

টিম সিলি পয়েন্ট Jan 20, 2023 at 7:36 am পরিবেশ ও প্রাণচক্র

একটানা ১৩৫৫৮ কিলোমিটার আকাশপথ। খাবার বা বিশ্রামের জন্য এক মুহূর্তও না থেমে। আলাস্কা থেকে অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশ। তা-ও মাত্র ১১ দিনে। বার-টেইলড গডউইট প্রজাতির একটি পাখি মাসকয়েক আগে গড়েছে এই রেকর্ড। গিনেস বুকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে কোনও পাখির দীর্ঘতম উড়ান এটিই।

বার-টেইলড গডউইট একটি পরিযায়ী পাখি-প্রজাতি, যাদের বৈজ্ঞানিক নাম লিমোসা লাপোনিকা (Limosa lapponica)। উত্তর আমেরিকার পশ্চিমাংশে আলাস্কায় এদের দেখা মেলে বেশি। সেখান থেকে বছরের একটি বিশেষ সময়ে সাধারণত নিউজিল্যান্ডে উড়ে যায় তারা। নতুন রেকর্ড তৈরি করা এই বার-টেইলড গডউইট পাখিটি ৪ মাস বয়সের। ২৩৪৬৮৪ সংখ্যা দ্বারা তার পরিচিতি। এই প্রজাতি পাখিরা একটানা অনেকটা দূরত্ব অতিক্রম করতে পারে। সেই কারণে এদের গায়ে জিও-লোকেশন ট্যাগ লাগিয়েছিলেন বিজ্ঞানীরা। তার সাহায্যেই জানা গেছে এই রেকর্ডের কথা। এর আগে এই রেকর্ড ছিল এই প্রজাতিরই একটি পাখির। ২০২০ সালে একটি বার-টেইলড গডউইট অতিক্রম করেছিল ১৩২২৪ কিলোমিটার আকাশপথ। গত অক্টোবর মাসে ২৩৪৬৮৪ সংখ্যা-চিহ্নিত পাখিটি ভেঙেছে সেই রেকর্ড। 

.................. 

#bar-tailed godwit #migratory bird #Longest Flight #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

33

Unique Visitors

220807