নিবন্ধ

আইন, চিকিৎসা, বিচার ও নির্যাতিতা

ড. কুহুমিতা লাহা Oct 18, 2020 at 8:40 am নিবন্ধ

নারী নির্যাতন, নারী পাচার বা ধর্ষণ– কথাগুলো আসলে একই অপরাধের বিভিন্ন নামরূপ। বিভিন্নরকম আইন তৈরি করেও এসব অপরাধের মাত্রা বিন্দুমাত্র কমে না। উপরন্তু কঠিন আইনি জটিলতা ধর্ষিতা বা নির্যাতিতাকে অনেক সময় অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে দেয় না। আরও নানারকম কারণে গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ নষ্ট হয়ে যায়, যার ফলে ধর্ষকেরা শাস্তি থেকে বেঁচে যায়। এখন এ দেশে এই সংক্রান্ত বিভিন্নরকম আইন এবং ধর্ষিতার পক্ষে বিভিন্ন সাহায্যবিধি থাকলেও তারা সবসময় এই সুবিধাগুলি নিতে পারে না। বরং অনেকসময় নির্যাতিতাদেরই নানাভাবে মধুচক্রের অভিযোগ বা দেহপসারিণীর অপবাদ দিয়ে ঘটনার অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। ভারতের সর্বোচ্চ আদালত বা বিভিন্ন রাজ্যের উচ্চ-আদালতগুলির বিভিন্ন সময়ের রায় ও সুপারিশের ভিত্তিতে নির্যাতিতা বা ধর্ষিতাদের পক্ষে আইনি সুরক্ষাকবচের যে বর্তমান পরিকাঠামো তৈরি হয়েছে, তা কিন্তু যথেষ্ট শক্তিশালী। তবে মনে রাখা দরকার, ধর্ষকের শাস্তি পাবার থেকেও জরুরি হল মেয়েটি বা মেয়েগুলিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারা। আর সেজন্য নির্যাতন পরবর্তী সময়ে তাদের প্রয়োজন প্রভূত চিকিৎসাগত ও আইনি সুবিধা। অনেকসময় উপযুক্ত আইন না জানার কারণে সুবিচার পেতে সমস্যা হয়, নানাভাবে প্রতারণারও শিকার হতে হয়। সেদিকে তাকিয়ে তাই আজ কথা বলব নির্যাতনের পরে নারীদের জন্য অতি প্রয়োজনীয় কিছু আইন নিয়ে।

নজরে রাখুন

প্রশ্নগুলো সহজ? / প্রশান্ত রায়

নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে যে আন্তর্জাতিক আইনগুলি এখন ভারতে কার্যকর রয়েছে, সেগুলি হল–

১) International Convention for Suppression of the Traffic in person and of the exploitation of the Prostitution of others, 1949 (ভারতে প্রণীত মে ৯, ১৯৫০)।
২) The Convention on Consent to Marriage, minimum age for marriage and registration for marriage (ভারতে প্রণীত ডিসেম্বর ৯, ১৯৬৪)।
৩) CEDAW বা Convention on the Elimination of all forms of Discrimination against Women (ভারতে প্রণীত সেপ্টেম্বর ৩, ১৯৮১)।
৪) The United Nations Standard, minimum rules for administration of Juvenile Justice (Beijing Rules 1985), and UN Guidelines for the prevention of Juvenile Delinquency Riadh Guideline, 1990 (Both adopted by UN General Assembly)
৫) The Convention on the Rights of Child, 1989 (ভারতে প্রণীত নভেম্বর ১৯৯২)।
৬) The Declaration on the Elimination of Violence against Women, 1993
৭) The International Convention Concerning the Prohibition and immediate action for the Elimination of the worst forms of Child Labour (Worst form of Child Labour Convention or ILO Convention 1992, ভারতে প্রণীত ১৯ নভেম্বর, ২০০০)।
৮) The Protocol to suppress and punish Trafficking in persons, especially women and children (Trafficking Protocol, 2001)।
৯) The Optional Protocol on the sale of children, child prostitution and child pornography, 2000 ( UN প্রণীত ১৮ জানুয়ারি, ২০২০)।

এ ছাড়া SAARC দেশগুলি নিজেদের জন্য ‘SAARC Convention on preventing and combating Trafficking in women and children for Prostitution (2002)’ নামে একটি আইন প্রণয়ন করেছে, যার উদ্দেশ্য মহিলা ও শিশুদের বাণিজ্যমুখী যৌন হেনস্থা (Commercial Sexual Harrasment) থেকে রক্ষা করা। কিন্তু আমরা কমবেশি সকলেই বোধহয় জানি যে আন্তর্জাতিক আইন কার্যত এতটাও সক্রিয় নয়। এক্ষেত্রে ভারতের নিজস্ব কিছু আইন, যেমন Immoral Trafficking Prevention Act, 1956, বা The Protection of Children from Sexual Offenses Act, 2012, Indian Penal Code (2013 Amendments) কিংবা Juvenile Justice (Care and Protection of children) Act ইত্যাদি ভারতে নারী ও শিশুদের পাচার বা ধর্ষণ-পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনের দিশা খুঁজে পেতে অনেকটা সাহায্য করছে।

নজরে রাখুন

পারিবারিক হিংসা : আইন কী বলছে জেনে নিন / ঐন্দ্রিলা চন্দ্র


পাচার, যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হওয়া মহিলাদের কী কী আইনি অধিকার (Legal Rights) রয়েছে, আসুন দেখে নিই–
১) নির্যাতিতার নিজস্ব নাম-পরিচয় গোপন রাখার অধিকার থাকবে, এবং তা করতে হবে ভারতের অভ্যন্তরীণ আইন অনুযায়ী (অর্থাৎ, অন্য দেশ থেকে এ দেশে পাচার হয়ে আসা নারী বা শিশুদের ক্ষেত্রেও এই অধিকার একইভাবে প্রযোজ্য হবে)।
২) অত্যাচারিতার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আইন ও আইনরক্ষকদের।
৩) অত্যাচারিতার শারীরিক, মানসিক, সামাজিক এবং চিকিৎসাগত সহায়তা পাবার অধিকার সুনিশ্চিত করা হবে।
৪) নির্যাতিতার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। অতিরিক্ত কিছু অফিসার, যাঁরা এই ব্যাপারে প্রশিক্ষিত, তাঁরাই এক্ষেত্রে নির্যাতিতাদের সাহায্য করবেন।
৫) অত্যাচারিতা যদি বিদেশাগত হন, তাহলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ভারতে থাকতে পারবেন।
৬) পুলিশি সহায়তা :
ক) এফ.আই.আর. নিতে কোনওরকম দেরি করা যাবে না।
খ) অভিযোগকারিণীর বয়ান কোনওভাবে বদল করা চলবে না। সেজন্য অভিযোগের অরিজিনাল কপি কোর্টে পাঠাতে হবে আলাদা ফাইলে।
গ) কোনও মহিলা পুলিশ-কর্মীর উপস্থিতি ছাড়া অভিযোগকারী মহিলা বা নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। জিজ্ঞাসাবাদ কোনও মহিলা NGO কর্মীর উপস্থিতিতেও করা যেতে পারে।
ঘ) অভিযোগকারিণী বা নির্যাতিতাকে দ্রুত বিচারকের সামনে জবানবন্দি দেবার জন্য হাজির করতে হবে।
ঙ) নির্যাতিতা যদি শিশু বা নাবালিকা হয়, তাকে অবশ্যই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠাতে হবে।
চ) নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা ও তার ফলাফল নির্ভুলভাবে লিখতে হবে।
ছ) নির্যাতিতার সাধারণ শারীরিক ও মানসিক চিকিৎসা, Genital বা Pregnancy পরীক্ষা, আঘাত ও তার গুরুত্ব ইত্যাদি সমস্ত পরীক্ষা যথাযথ হওয়া চাই।
জ) নির্যাতিতার অন্য কোনও সমস্যা থাকলে উপযুক্ত স্পেশালিস্ট চিকিৎসকের ব্যবস্থা করতে হবে।


সমস্যা হল, নানারকম আইন থাকলেও এ বিষয়ে মানুষের সচেতনতা খুবই কম। সবসময় এই আইনগুলির যথাযথ প্রয়োগও হয়ে ওঠে না। মূলত এই কারণেই নির্যাতিতারা আইনি সুরক্ষার সুবিধা পান না, বা পেতে অনেক দেরি হয়। আরও নতুন আইনের ভাবনাচিন্তা প্রতিনিয়তই চলছে। সেগুলি যাতে আরও বেশি ব্যবহার-উপযোগী হয়, তারও চেষ্টা চলছে। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা নির্যাতিতা বা পাচারের শিকার হওয়া নারী ও নাবালিকাদের মূলস্রোতে ফেরার ব্যাপারে সাহায্য করছেন। কিন্তু সবচেয়ে আগে দরকার নিজেদের সচেতনতা এবং অবশ্যই যে-কোনো পরিস্থিতিতে বিপদাপন্নকে সাহায্য করার মানসিকতা। না হলে হাজার আইন থাকলেও এ সমাজকে নারীদের জন্য বাসযোগ্য করে রাখা যাবে না।



[ কভার পোস্টারঃ অর্পণ দাস ]






#নিবন্ধ #নারীপক্ষ #আইন #Indian Penal Code #বিচার #চিকিৎসা #Power Structure #Power Politics #Gender Inequality #Gender Injustice #Gender Politics #Law #International Law #Women Trafficking #পাচার #Juvenile Trafficking #ধর্ষণ-কাণ্ড #Rape Case #Protest #Legal Rights #Commercial Sexual Harrasment #Medical Help #Legal Help #ড. কুহুমিতা লাহা #Silly পয়েন্ট #সিলি পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

8

Unique Visitors

219112