ম্যানহোল সাফের জন্য 'রোবোট মেথর' চালু কেরলে
ম্যানহোল ও নর্দমা পরিষ্কারের জন্য কেরলে চালু হল রোবোটিক স্ক্যাভেঞ্জার বা যন্ত্র মেথর। ভারতের মধ্যে কেরলই প্রথম রাজ্য যারা এই উদ্যোগ নিল। যন্ত্রটির নাম বান্ডিকুট (Bandicoot)। কেরলের জলসম্পদ মন্ত্রী রোশি অগাস্টিন (Roshi Augustine) গত শুক্রবার এই কর্মসূচির উদ্বোধন করে ম্যানহোল পরিষ্কারের চিরাচরিত মানব-নির্ভর পদ্ধতির আনুষ্ঠানিক অবসান ঘোষণা করে দিয়েছেন।
এই যন্ত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ও সেন্সর রয়েছে যা দিয়ে ম্যানহোলের ভিতরে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা বা বিষাক্ত গ্যাসকে সহজে শনাক্ত করা যাবে। কেরালা স্টার্টআপ মিশন (KSUM) আয়োজিত একটি অনুষ্ঠানে এই বান্ডিকুট জিতে নিয়েছে 'Kerala Pride' সম্মান। Genrobotics নামে একটি সংস্থার তৈরি করা এই যন্ত্র এক অর্থে একটি নতুন যুগের সূত্রপাত করল। এ শুধু প্রযুক্তি ও কারিগরির জয় নয়, এর মানবিক তাৎপর্যও খেয়াল করার মতো। ম্যানহোল পরিষ্কারের মতো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটি কাজে যদি মানুষকে হাত লাগাতে না হয়, তার চেয়ে ভালো কিছু হতেই পারে না। এই বিষয়ে বিজ্ঞানী ও কারিগরি শিক্ষা মহলে অনেকদিনই চিন্তাভাবনা চলেছে। এই কাজের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ যন্ত্রের চাহিদা এতদিনে পূরণ হল। কেরল সারা ভারতকে পথ দেখাচ্ছে। অন্যান্য রাজ্যগুলি কত তাড়াতাড়ি এই রোবট মেথরকে কাজে লাগায়, অপেক্ষা এখন তারই।
........................