সন্তানের বর্তমান ও ভবিষ্যতের উপর মা ও বাবা-র অশান্তির প্রভাব
তনয়া রায়চৌধুরী
Sep 20, 2020 at 7:33 am
শরীর ও মন
শারীরিক অসুস্থতা নিয়ে আমরা কমবেশি সকলেই চিন্তিত।কিন্তু তার সঙ্গেই ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে আমাদের মন।শরীরের সুস্থতার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে মানসিক স্বাস্থ্যের কথা আমরা এখনও ভাবতে শিখিনি।'লকডাউন' পরিস্থিতি আমাদের এই খামতিগুলো অনেকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।এ কথা মাথায় রেখে সিলি পয়েন্ট একটি বিভাগের আয়োজন করেছে। যার নাম ' হাত বাড়ালেই... ' । আজকের বিষয় 'সন্তানের বর্তমান ও ভবিষ্যতের উপর মা ও বাবা-র অশান্তির প্রভাব।' সবর্ণা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে মনোবিদ ও মন-সমাজকর্মী তনয়া রায়চৌধুরী।
পর্ব সঞ্চালনাঃ সবর্ণা চট্টোপাধ্যায় কভার পোস্টারঃ অর্পণ দাস ভিডিও সম্পাদনাঃ শৌভিক মুখোপাধ্যায়
#Lockdown #Mental Health #Child #Family #Problem #Parents #Domestic violence #Married life #লকডাউন #মানসিক স্বাস্থ্য #সন্তান #অভিভাবক #অশান্তি #দাম্পত্য #পারিবারিক সমস্যা #বর্তমান #ভবিষ্যৎ #সবর্ণা চট্টোপাধ্যায় #তনয়া রায়চৌধুরি #Sabarna Chatterjee #Tanaya Roy Chowdhury #হাত বাড়ালেই #Haat Baralei