বিষাদ জোনাকি
অভয়শঙ্খ মণ্ডল
Mar 17, 2023 at 8:08 pm
কবিতা
...............
১
শালিকের মৃতদেহ পড়ে রাস্তায়।
দোসর ঠোঁটের ঘায়ে জাগাতে জাগাতে সবিশেষ ব্যর্থতা খুঁটে তোলে ধীরে।
একমনে।
ক্ষোভ প্রগলভ বড় নিজের ছায়ায়।
২
ওরা বলেছিল, “এই সব ঝুটো, মোহ।
শুরুতে বিবাগী, অন্তিমে বিদ্রোহ।
তারপর?
ওরা কিছু বলতে পারেনি।
থেকে থেকে মরে গেল গোপন বাহিনী।
৩
অযত্নে বেড়ে ওঠে আগাছার বেড়া।
নখ দাঁত সুচতুর। বর্ষা বিহনে,
আঁচড়ে আঁচড়ে ছবি আঁকে সারাবেলা।
এবার তো ধরা পড়ে যাব, তুমি বল,
যদি কেউ বোঝে এত লাল রঙ কেন?
৪
ভালো না লাগার পর দিন পড়ে এলে,
বুঝি কিছু বাকি আছে রোদের মহলে।
সেসব নেওয়ার ছলে চোখ ঠেরে থাকি,
ফাঁক পেয়ে ঝরে যায় বিষাদ জোনাকি।
..................
[অলংকরণ : অভীক]
#কবিতা #silly পয়েন্ট #bengali portal