অভিসার
মূল কবিতা : সুনন্দা ত্রিপাঠী (‘The Oxford Anthology of Modern Indian Poetry' থেকে গৃহীত)অনুসৃজন : সৃজিতা সান্যাল
যখন অন্ধ ঘুমে পাড়াছিল স্তব্ধ, নেই সাড়াওআমি ছিন্ন করি পায়ের দুটি মল
ওর কক্ষে ঢুকি রাতেনিঃশব্দ পদপাতেচোরা প্রণয়রেণু একান্ত সম্বল।
ওর বিছনা অগোছালোতাও ঘুমন্ত চোখ আলোবই ছড়িয়ে আছে, অর্ধসমাপ্তেরা
তার ভঙ্গিটি নিশ্চলপথক্লান্ত নদীজলকোন ছন্নছাড়া তৃপ্তি জুড়ে ঠোঁট!
সে একলা ঘুমের দেশআমি শয্যাপাশে এসেভীরু হস্তরেখা অমনি ছুঁল স্রোত...
তার না-আঁচড়ানো চুলেআঙুল ঠেকল মনের ভুলেএবং নম্রমুখে তীক্ষ্ণ করি নখ
সেই তীব্র ভীষণ জ্বালাত্বক-বক্ষ ফালাফালাহৃদয় চিরেই তাকে উপড়ে আনা হোক
তার হৃদ্পেশিটি তুলেদুহাত বুকের কাছে ভুলেআনি শরীরগন্ধে বিবশ পিছুটান
চেপে মুঠোয় ধরে রাখিরাঙা নরমপালক পাখিকাঁপছে ডানা, অনন্ত সাম্পান
মোটে এক নিমেষে, হায়!কথা মিশল নীরবতায়আর আকাশ কঠিন মর্ত্যে পেল ঠাঁই
তার তন্দ্রা ভাঙার আগেসেই খণ্ড অনুরাগেসঠিক স্থানে বসাই। আদর রেখে যাই...
যেন ছুঁইনি অনাহুতসবই স্বপ্নে পাওয়া ছুতোক্ষত মিলিয়ে গেল হঠাৎ ইন্দ্রজালে
সে ঘুমের ঘরেই থাকেআমি বেরিয়ে আসি আবার
নিঃশব্দে কেটে অন্ধকারের সুতো।
সুনন্দা ত্রিপাঠী : ওড়িয়া কবি। জন্ম ১৯৬৪ সালে, উড়িষ্যার রঘুনাথপুরে। পড়াশোনা আইন এবং সংস্কৃত ভাষা ও সাহিত্য নিয়ে। পুরীতে সাংবাদিকতা ও অধ্যাপনার কাজে যুক্ত থেকেছেন।
#অনুবাদ