পড়ুয়াদের সহজে রসায়ন শেখাতে অভিনব যন্ত্র আবিষ্কার বাঙালি শিক্ষকের
আমাদের দেশে স্কুলেই হাতেকলমে বিজ্ঞানের বিভিন্ন গবেষণামূলক বিষয় শেখার সুযোগ খুব কম। সেখানে স্কুলের বাইরে কি পড়ুয়াদের পক্ষে এমন সুযোগ পাওয়া সম্ভব? এক বাঙালি শিক্ষকের কল্যাণে এবার এই সমস্যা মিটতে চলেছে।
আমরা জানি, এদেশে বহু স্কুলে বিজ্ঞানের 'প্র্যাকটিকাল শিক্ষা'-র প্রাথমিক পরিকাঠামোটুকুও নেই। সব ধরনের রাসায়নিক বিক্রিয়া হাতেকলমে করে দেখাতে পারেন না শিক্ষক-শিক্ষিকারা। তাছাড়া স্কুলে গবেষণাগারের বিভিন্ন উপাদানের খরচও আকাশছোঁয়া। একবার কোনও যন্ত্র খারাপ হলে সরকারি অনুদানে আবার তা আসতে বছর গড়িয়ে যায়। সেই সমস্যা মেটাতে এবার এক বিশেষ যন্ত্র আবিষ্কার করলেন কালনার অবসরপ্রাপ্ত শিক্ষক অমলকুমার কুমার। যন্ত্রের নাম ডাবল চেম্বার গ্যাস জেনারেটর।
অমলবাবুর বেশ কয়েক বছরের পরিশ্রমের ফসল এই যন্ত্র। তিনি কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের রসায়নের শিক্ষক ছিলেন। ছাত্রদরদী শিক্ষক হিসেবে শহরে নামডাক রয়েছে তাঁর। ২০১৮ সালে জেলার সেরা শিক্ষকের সম্মানও পান। অবসর নেন সে-বছরই। কিন্তু পড়ুয়াদের উন্নতি নিয়ে ভাবনা থেকে অবসর নেননি আজও। কীভাবে পড়ুয়াদের স্বাধীনভাবে ঘরে বসে ল্যাবের সুবিধা দেওয়া যায় তা নিয়ে ভাবতে ভাবতে তিনি তৈরি করে ফেলেছেন এই যন্ত্র। পড়ুয়া আর শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকরী হবে এই সুলভ ও সহজে বহনযোগ্য যন্ত্রটি। দীর্ঘ চেষ্টার পর অবশেষে অতি সম্প্রতি এর পেটেন্টও পেয়েছেন তিনি। এবার অমলবাবু কোনও সংস্থার হাত ধরে বা নিজেই ন্যূনতম খরচে পড়ুয়াদের হাতে যন্ত্রটি তুলে দেবার ব্যবস্থা করতে চান। এই যন্ত্রই শুধু নয়, পড়ুয়াদের সুবিধার জন্য নিত্যনতুন অভিনব শিক্ষণপদ্ধতি নিয়ে তিনি চিন্তাভাবনা করেন। পেনশনের একটা বড় অংশ তিনি খরচ করেন এসব কাজে। যেমন, অ্যানিমেশনের মাধ্যমে পড়াশোনার করানোর কথাও তাঁর ভাবনায় রয়েছে।
........................