বায়ুদূষণ রুখবে বাঙালি বিজ্ঞানীর নতুন উদ্ভাবন
কারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়ার বিষাক্ত উপাদানকে জব্দ করবে বাঙালি বিজ্ঞানী সৌমিত্র শতপথীর তৈরি নতুন গ্যাজেট। আইআইটি রুরকির ফিজিক্স বিভাগের তরুণ গবেষক-অধ্যাপকের এই উদ্ভাবন আন্তর্জাতিক বিজ্ঞানী-মহলের মনোযোগ আকর্ষণ করেছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে পরিবেশবিজ্ঞানের খ্যাতনামা জার্নাল Applied Catalysis B: Environmental-এ।
যাদবপুর ও ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই বাঙালি আন্তর্জাতিক বিজ্ঞানে মোটামুটি পরিচিত নাম। এর আগেও তাঁর বিভন্ন গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবার তাঁর নেতৃত্বাধীন গবেষক-দলের এই নতুন কীর্তি বায়ুদূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা নিতে চলেছে বলেই মনে করছে বিজ্ঞানীমহল। সৌমিত্রবাবুরা তাঁদের এই যন্ত্রে পেরেভস্কাইট নামে একটি পদার্থকে নতুনভাবে ব্যবহার করেছেন। এই গবেষণার লক্ষ্যে গত বছরই তৈরি হয়েছিল Perovskite Society Of India। ঘরের রঙে এই পদার্থটি ব্যবহৃত হয়। পেরেভস্কাইট থেকে তৈরি 'পেরেভস্কাইট মেটিরিয়াল'-এর দৌলতেই কার্বন ডাই অক্সাইড ভেঙে তার সঙ্গে হাইড্রোজেন মিশে তৈরি হবে হাইড্রোকার্বন। এর ফলে দূষণ তো কমবেই, তাছাড়া এই হাইড্রোকার্বনকে গাড়ি বা কলকারখানায় বায়োফুয়েল হিসেবে ব্যবহার করাও সম্ভব হবে। এই গ্যাজেটের খরচও খুব বেশি হবে না বলে জানিয়েছেন সৌমিত্রবাবু। এখন একে বাণিজ্যিকভাবে আনার তোড়জোড় চলছে। বায়ুদূষণের ক্রমবর্ধমান ভ্রূকুটি থেকে একটু হলেও কি আমাদের রেহাই দিতে পারবে এই নতুন যন্ত্র? তার উত্তর পাওয়া যাবে শিগগিরই।
.....................