ফিচার

গুলজারের কলমে 'সুপারহিরো' হয়ে কমিকসের পাতায় এসেছিলেন অমিতাভ বচ্চন

মৃণালিনী ঘোষাল Aug 4, 2022 at 8:22 pm ফিচার

শুধু সেলুলয়েড না, কমিকসের পাতাতেও হিরোগিরি দেখিয়েছিলেন বলিউডের শাহেনশা। তা-ও একেবারে সুপারহিরো রূপে। আজ্ঞে হ্যাঁ, আটের দশকে 'মুভি ম্যাগ' নামে একটি পত্রিকার পাতায় কমিকসে প্রধান চরিত্র হিসেবে অবতীর্ণ হন খোদ অমিতাভ বচ্চন।

সে সময় হিরো হিসেবে অমিতাভের বাজার তুঙ্গে। 'অ্যাংরি ইয়ংম্যান' হিসেবে কাঁপাচ্ছেন দর্শকের হৃদয়। একের পর এক হিট ছায়াছবিতে তাঁর অভিনয় ও অ্যাকশন ভেঙে দিচ্ছে বক্স অফিসের সমস্ত রেকর্ড। তাঁর এই বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিলেন 'মুভি ম্যাগ' পত্রিকার সম্পাদক পাম্মি বক্সি। অমিতাভকে নিয়ে তিনি ফেঁদে বসলেন কমিকসের পরিকল্পনা। তাতে অমিতাভের আবার দ্বৈত চরিত্র। একদিকে তাঁকে দেখা গেল বাস্তবের অমিতাভ বচ্চনের ভূমিকাতেই, আরেকদিকে তাঁর দ্বিতীয় সত্তা গুন্ডা-বদমাশদের হাত থেকে সমাজকে রক্ষা করার দায়িত্ব নিল। এই দ্বিতীয় সত্তাটির আসল পরিচয় আর সমস্ত সুপারহিরোর মতোই গোপন। এই দ্বিতীয় সত্তার নাম দেওয়া হয়েছিল 'সুপ্রিমো'। অমিতাভকে 'সুপ্রিমো' বলে ডাকতেন রণধীর কাপুর। সেখান থেকেই এই নামটি দেওয়া হয়। 'কুলি' সিনেমার মতো এই সুপারহিরোর সর্বক্ষণের সঙ্গী ছিল একটি বাজপাখি। কমিকসের হিরো হবার প্রস্তাবে অমিতাভ সানন্দেই রাজি হয়েছিলেন। বইটির কিছু কপি দান করতে হবে হাসপাতাল ও অনাথ আশ্রমের শিশুদের জন্য, এটুকুই ছিল তাঁর শর্ত। ১৯৮৩ সাল থেকে হিন্দি এবং ইংরেজি দুই ভাষায় বেরোতে শুরু করে 'দ্য অ্যাডভেঞ্চার অফ অমিতাভ বচ্চন'। এই কমিকসের জন্য কলম কে ধরেছিলেন জানেন? স্বয়ং গুলজার। সঙ্গে ছবি এঁকেছিলেন অমর চিত্রকথা-খ্যাত শিল্পী প্রতাপ মল্লিক।   


........................... 

#amitabh bacchan #comics #supremo #অমিতাভ বচ্চন #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

87

Unique Visitors

183108