লিরিকের বিপক্ষে
কুন্তল মুখোপাধ্যায়
April 15, 2023 at 7:37 pm
কবিতা
......................
পরনে হলুদ ছেঁড়া, কালোকালো ছেলেটি দুচোখে
অশ্রুমাখামাখি হয়ে বলে, ‘দ্যাখো পিছনে মেরেছে’
দুখানি লাঠির দাগ, আমি দেখি হারামি ভারত
অন্ধকার পৃষ্ঠদেশে ভেসে ভেসে যায়
ভেসে ওঠে কালো কালো ভারতীয় রেলপথে, বাঁধানো রাস্তায়
ধবধবে পূর্ণিমায় ন্যাড়াপুকুরের পাড় থেকে
কাজের মাসিরা এসে যেন প্রেত এভাবে দাঁড়ায়
ওদিকে অবাক হাওয়া কাটতে কাটতে মদ্যপ মালিক
লিরিক নির্ব্বংশ করে শিশুশ্রমিকের পোঁদে পুঁতে দেয় দারিদ্র্যের শিক
......................
[অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র]