পরিবেশ ও প্রাণচক্র

কার্বন নিঃসরণে সর্বাধিক ভূমিকা ১ শতাংশ 'সুপার রিচ'-দের, বলছে সমীক্ষা

টিম সিলি পয়েন্ট Dec 2, 2023 at 2:09 pm পরিবেশ ও প্রাণচক্র

অভিজাতদের একটি চিরকালীন অভিযোগ হল, পরিবেশ দূষণের দায় মূলত দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষজনেরই। কারণ, তাঁরাই নাকি সরাসরি পরিবেশ ধ্বংস করে নিজেদের জীবনধারণ করেন। খেটে-খাওয়া মানুষের ঘাড়েই কায়দা করে চাপিয়ে দেওয়া হয় দূষণের দায়। উন্নত দেশগুলোর ক্ষেত্রেও অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ঘাড়ে এই দায় চাপানোর প্রবণতা দেখা যায়। কিন্তু অক্সফ্যাম ও স্টকহোম এনভায়রনমেন্ট ইন্সটিটিউটের একটি সাম্প্রতিক সমীক্ষা সম্পূর্ণ উল্টো তথ্য তুলে ধরছে। জানা যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষের 'কার্বন ফুটপ্রিন্ট' বাকি জনসংখ্যার তুলনায় ৭৭ শতাংশ বেশি।

এই সমীক্ষায় যেসব তথ্য পাওয়া গেছে, সবই নড়েচড়ে বসার মতো। জানা যাচ্ছে, ১৯৯০ থেকে ২০১৯ সাল অবধি এই ১ শতাংশ 'সুপার রিচ' মানুষের জন্য যে-পরিমাণ কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশেছে তা বাকি ৯৯  শতাংশ মানুষের ১৫০০ বছরের কার্বন নিঃসরণের সমান। দূষণ ও জলবায়ু পরিবর্তন বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে গোটা বিশ্বের সামনে এক জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।'The Polluter Elite' নামে অভিহিত করা হয়েছে এই অভিজাতদের। সমীক্ষকদের মতে, এঁদের চূড়ান্ত ভোগবাদী জীবনযাপনের ফলে কার্বন নিঃসরণের পরিমাণ এতটা মারাত্মক। সমীক্ষায় পৃথিবীর বারোজন ধনকুবেরের কার্বন নিঃসরণের পরিমাণ নিয়ে লাল সংকেত দেওয়া হয়েছে। দূষণের দায়ের দাঁড়িপাল্লা কাদের দিকে হেলে, এই নিয়ে তর্কে গত কয়েক দশক ধরেই সরগরম গোটা বিশ্ব। 'The Great Crabon Divide' বিষয়ে তর্ক হয়তো এত সহজে মেটার নয়। অক্সফ্যামের এই সমীক্ষা তারই মধ্যে একটা নির্দিষ্ট দিশা দেখানোর চেষ্টা করেছে। অবশ্য উন্নত রাষ্ট্র বা 'সুপার রিচ'-রা এই সমীক্ষাকে কতটা পাত্তা দেবেন, প্রশ্ন সেটাই।   

.................... 

তথ্যঋণ : The Gurdian 

#Carbon Emission #Carbon Footprint #Oxfam #Environment #Pollution #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

25

Unique Visitors

219069