ফিচার

দূষণ নিয়ন্ত্রণে সহায়ক হবে 'তরল গাছ'

টিম সিলি পয়েন্ট April 28, 2024 at 5:12 am ফিচার

শহরাঞ্চলে গাছের জন্য জমির অভাব। অথচ প্রচুর গাছ লাগানোই দূষণ নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ সমাধান। এই সমস্যার মোকাবিলা করতে সার্বিয়ার বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অভিনব এক উদ্ভাবনের কথা ভেবেছেন। 'তরল গাছ'। যার নাম তাঁরা দিয়েছেন লিকুইড ৩।

এই তরল গাছ আসলে একটি ফটো-বায়োরিয়্যাক্টর, অর্থাৎ একটি বড় স্বচ্ছ ইলেকট্রিক ট্যাঙ্ক, যার মধ্যে ৬০০ লিটার জলে রয়েছে ভাসমান মাইক্রোঅ্যালগি। এই মিশ্রণ যদি নির্দিষ্ট পরিমাণে নগর-অঞ্চলে রাখা যায়, তবে তা কার্বনজনিত দূষণ অনেকটাই কমিয়ে দিতে পারে। বৃক্ষরোপণের সুযোগ না-থাকলেও, এই ‘তরল গাছ’ বা এই ধরনের অ্যালগি-সহ জলপূর্ণ পাত্র রাখা যায় যে-কোনও জায়গাতেই। গাছের অন্যান্য ভূমিকা পালন করতে না-পারলেও দূষণ নিয়ন্ত্রণের কাজটা এই 'তরল গাছ' ভালোভাবেই করতে পারবে বলে গবেষকরা মনে করছেন। বেলগ্রেডে কারখানা-অধ্যুষিত অঞ্চলে এই ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। বেলগ্রেডে বায়ুর গুণগত মান ভয়াবহ খারাপ। সেখানে এই 'তরল গাছ' কতটা কাজে আসে তা দেখার অপেক্ষায় রয়েছেন গবেষকরা। তার পরেই বৃহত্তরভাবে ব্যবহার শুরু করার কথা ভাবা সম্ভব হবে। 

........................   

#liquid tree #tree reactor #pollution

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

48

Unique Visitors

222616