ফিল্ম/ওয়েব সিরিজ রিভিউ

‘Kiss The Ground’: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি তথ্যচিত্র

রঞ্জন সরকার Aug 20, 2022 at 4:46 am ফিল্ম/ওয়েব সিরিজ রিভিউ

তথ্যচিত্র : Kiss The Ground
পরিচালনা, প্রযোজনা : Josh Tickell, Rebecca Harrell Tickell
মুক্তি : ২০২০
পরিবেশক : নেটফ্লিক্স


জলবায়ু পরিবর্তন এমন একটি বিষয় যা ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মানবসভ্যতার সামনে। আর তার জন্য যে আমরা সকলেই দায়ী, সে কথাও ক্রমশই পরিষ্কার হয়ে উঠছে। আমাদেরই সীমাহীন লোভ আর অদূরদর্শীতা আমাদের প্রিয় পৃথিবীকে যে অবস্থায় এনে ফেলেছে, আমরা কি পারি সেখান থেকে তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে? অনেক দেরি হয়ে গেছে কি? নাকি এখনও আশা আছে? সেসব প্রশ্নের উত্তর খুঁজেছে নেটফ্লিক্সের তথ্যচিত্র  'Kiss The Ground'। 

তথ্যচিত্রটির সূত্রধর বিখ্যাত অভিনেতা উডি হ্যারেলসন। ১ ঘণ্টা ২৪ মিনিটের এই তথ্যচিত্রে মাটিদূষণের ওপর জোর দেওয়া হয়েছে। এটা বললে ভুল হয় না যে মাটিই এই তথ্যচিত্রের প্রধান চরিত্র। কীটনাশক, সার ইত্যাদির প্রভাবে মাটির স্বাভাবিক ধর্ম কীভাবে বদলে যাচ্ছে, মাটি কীভাবে গুণ হারাচ্ছে এসব বর্ণনা করা হয়েছে। এই উচ্চফলনশীল কৃষিপদ্ধতির বদলে আমাদের আবার ফিরতে হবে প্রাকৃতিক কৃষির দিকে। মাটির স্বাভাবিক গুণের ওপর ভরসা করতে শিখতে হবে। সময় দিলে মাটি নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষজন কীভাবে প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকছেন, সেইসব গল্প তুলে আনা হয়েছে। এছাড়াও বলা হয়েছে Biosequestration-এর কথা, অর্থাৎ কীভাবে প্রাকৃতিক পদ্ধতিতে গ্রিন হাউজ গ্যাসগুলিকে আলাদা করে মাটিতে সংরক্ষণ করা যায়। ‘Kiss The Ground’ এখানেই বাকি পরিবেশবিষয়ক তথ্যচিত্রগুলির থেকে আলাদা যে এই তথ্যচিত্রে হতাশার কথা কম, বরং আশার আলো খোঁজারই চেষ্টা করা হয়েছে। দর্শকের কাছে এ আহ্বান অনেকটা রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইনের মতো মনে হবে - "ফিরে চল মাটির টানে।" নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন থাকলে অবশ্যই দেখে ফেলুন।  

..................... 


#Kiss the Ground # Documentary #Climate Change #Review #জলবায়ু পরিবর্তন #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

82

Unique Visitors

177747