গল্পের জন্য আস্ত একটা মিউজিয়াম : অক্সফোর্ডের 'স্টোরি মিউজিয়াম'
অক্সফোর্ড স্টেশন থেকে মিনিট পনেরোর হাঁটা পথ পেমব্রোক স্ট্রিট। সেখানেই রয়েছে এক অভিনব যাদুঘর। গল্পের যাদুঘর।
রয়েছে লাইব্রেরি, থিয়েটার-হল, প্রদর্শনশালা, নিয়মিত ওয়ার্কশপ, আলোচনাসভার ব্যবস্থা। ছোটদের জন্য গল্প লেখার কর্মশালারাও আয়োজন করা হয়। আয়োজন করা হয় গল্প বলার আসরের। ছবি তোলা ও গল্প লেখার জন্য রয়েছে আলাদা বিভাগ। এছাড়া বিখ্যাত সব শিশুসাহিত্যের চরিত্র ও আবহ দিয়ে সাজানো হয়েছে যাদুঘরের এদিক-সেদিক। মার্লিনের গুহা থেকে নার্নিয়ার তুষারপ্রান্তর, বিভারের গুহা থেকে জাদিসের পরিত্যক্ত স্লেজগাড়ি - কী নেই! গল্প ও সাহিত্যচর্চাকে সম্ভাব্য সমস্তরকম উপায়ে উদযাপন করাই এই যাদুঘরের লক্ষ্য। মূলত ছোটরাই এই মিউজিয়ামের লক্ষ্য। তাই শনি ও রবিবার সারাদিন মিউজিয়াম খোলা থাকে। অন্যান্য দিন খোলে স্কুল ছুটির সময়।
অক্সফোর্ড জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে শুধু ইংল্যান্ড নয়, গোটা পৃথিবীর কাছে বন্দিত। সেই কারণেই অক্সফোর্ডকে ঘিরে এহেন উদ্যোগ। ২০০৩ সালে ভার্চুয়াল উদ্যোগ হিসেবে এর সূত্রপাত হয়েছিল। পরে বাস্তব মাটিতে এই মিউজিয়াম জায়গা পায় ২০০৯ সালে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি বছর অক্সফোর্ড স্টোরিটেলিং উৎসবের আয়োজন হয়। শিশু-কিশোরদের সৃষ্টিশীলতাকে উস্কে দেওয়াই এই আশ্চর্য যাদুঘরের লক্ষ্য।
#