গ্যালারি

অবিস্মরণিকা ( পর্ব : সাত )

ঐন্দ্রিলা চন্দ্র April 4, 2021 at 7:05 am গ্যালারি

.................................

.....................

অবিস্মরণিকা। বলে না যাওয়া এক চলে যাওয়ার আখ্যান।
যে থেকে যায়, তারও কি সবটা থেকে যায়?
মানুষ সতত, না চাইতেও নিজের নানাবিধ হোরক্রাক্স বানিয়ে ফেলে না কি? বিচ্ছেদ না হলে কোথা থেকে পাবে এত শক্তি?
আর বিচ্ছেদ-প্রদেশের মানুষজন? কেমন থাকেন তাঁরা? কী বলার থাকে তাঁদের কাছে?
ঐন্দ্রিলা চন্দ্রের রঙে-রেখায় সেই অতি নিবিড় ব্যক্তিক অনুভূতিমালার অনুবাদ। সঙ্গে কথা-যোজনায় রোহন রায়। আজ সিরিজের সপ্তম ছবি।

.........................


কৃষিকাজে আমাদের 
বরাবর দেরি হয়ে যায়। 
তারপর সারাজীবন শিল্প ছাড়া 
আর কিছু করার থাকে না। 
অধরা মানবজমি, আমার জন্য তুমি 
শিল্প রেখে গেলে?

........................... 

[কথা যোজনা : রোহন রায়] 



#অবিস্মরণিকা #ছবি #artwork #গ্যালারি #ঐন্দ্রিলা চন্দ্র #সিলি পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.