কবিতা

পর্দা

আকাশ গঙ্গোপাধ্যায় Aug 8, 2020 at 3:56 am কবিতা


সাজানো সংসার ছেড়ে ছুটে এসেছিলে
তাই
জপের বটুয়া ছিঁড়ে রুদ্রাক্ষ ছড়িয়ে গিয়েছে
সে কোন শহরে গেছে?
অথবা তোমারই পিছু,
নীচু গলি,
দোকানদারের চেয়ে থাকা...



চাঁদার বোতল খালি,
গলা টিপে মারি তবু একটি শব্দ নেই
একফোঁটা ঘাম নেই ঠোঁটে
কে তার প্রেমিক ছিল?
ঘাড়ের দংশন থেকে সংসার গা গুলিয়ে ওঠে...



যদিও প্রেমিক নই,
হাত ফাত ধরিনি কখনও।
বসার ঘরের পাশে পর্দা টানা আরেকটি ঘর
ওঘরে ডেকেছ যাকে
সে তোমায় মুঠোয় ধরেনি...



অঝোরে কাঁপতে দেখে ভূমিকম্প মনে পড়ে খুব
প্রবল শীতের রাত
ধ্বস নামে,
কপালে বরফ রাখলে মুহূর্তে গলে যাবে জল

ঘরের পর্দা টেনে স্নানঘরে চলে গেলে;
আধপোড়া ডানহিল।
ভেজা গায়ে ফিরে এসো,
আমি ও পেয়ালাদুটি ভুল বুঝে অপরাধী হই...




[অলংকরণ : দেবশ্ৰী সরকার]

#

  • avi
    Aug 8, 2020 at 6:01 pm

    ২ খুব ভালো লাগলো

  • Sayan
    Aug 8, 2020 at 1:58 pm

    Poignant!

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

47

Unique Visitors

225543