পর্দা
আকাশ গঙ্গোপাধ্যায়
Aug 8, 2020 at 3:56 am
কবিতা
১সাজানো সংসার ছেড়ে ছুটে এসেছিলেতাইজপের বটুয়া ছিঁড়ে রুদ্রাক্ষ ছড়িয়ে গিয়েছেসে কোন শহরে গেছে?অথবা তোমারই পিছু,নীচু গলি,দোকানদারের চেয়ে থাকা...
২চাঁদার বোতল খালি,গলা টিপে মারি তবু একটি শব্দ নেইএকফোঁটা ঘাম নেই ঠোঁটেকে তার প্রেমিক ছিল?ঘাড়ের দংশন থেকে সংসার গা গুলিয়ে ওঠে...
৩যদিও প্রেমিক নই,হাত ফাত ধরিনি কখনও।বসার ঘরের পাশে পর্দা টানা আরেকটি ঘরওঘরে ডেকেছ যাকেসে তোমায় মুঠোয় ধরেনি...
৪অঝোরে কাঁপতে দেখে ভূমিকম্প মনে পড়ে খুবপ্রবল শীতের রাতধ্বস নামে,কপালে বরফ রাখলে মুহূর্তে গলে যাবে জলঘরের পর্দা টেনে স্নানঘরে চলে গেলে;আধপোড়া ডানহিল।ভেজা গায়ে ফিরে এসো,আমি ও পেয়ালাদুটি ভুল বুঝে অপরাধী হই...
[অলংকরণ : দেবশ্ৰী সরকার]
#