খুঁজে ফিরি
পৃথ্বী বসু
Aug 15, 2020 at 4:37 am
কবিতা
সে কোন পাড়া-গাঁ! ফুলে ঘেরা পথ, ছায়ানটে বাঁধা সূর্য---দেখতে এসেছে ঘুমচোখ নিয়ে একা মেয়ে, তাঁর দুর্যোগতুলে রেখে কোনো প্রিয় সিন্দুকে, যেখানে বাতিল ক্রন্দন!ঈশ্বর আজ হাসিমুখে তাই দুনিয়ার সেরা ছন্দ
ঢেলে রেখেছেন চারিপাশে, ফলে মনোরম সব দৃশ্য!স্টেশনের পাশে পাখিদের ঝাঁক মাটি চাপা দিয়ে গ্রীষ্ম,পুঁতে দেয় বনে। মেঘে অকারণে ঠোকাঠুকি লাগে, গর্জায়---আর দূর থেকে আমিও এখন স্নেহ-প্রশ্রয় পর্যায়ে
ভোর হলে বুকে আশাভৈরবী বেঁধে লাফ দিই, আলতো---খুঁজে ফিরি সেই সমূহ আকাশ যারা উন্মাদ, ঢালতপাগলের বুকে শিশিরের কণা, পরিদের বুকে মুক্তো!
কেননা অতীতে তারারা যখন আমাদের ঘরে ঢুকত
সময়ের তোড়ে, আরও বড়ো করে, সেইসব ভিজে গল্পেদেখেছি মানুষ কাছে টেনে এনে, সরে যায় কত অল্পে...
[অলংকরণ : অভীক।]
#কবিতা #পৃথ্বী বসু