প্রলাপ
প্রিয়া সামন্ত
Aug 15, 2020 at 4:47 am
কবিতা
আমার অযুত চোখ নষ্ট হয়ে গেছে।গতরাতে খেয়ে ফেলেছি আমিই আমার আত্মা।মাংসাশী কবিতার আয়ু বেচে দিয়ে দালালের ঘরেসামান্য নিক্তিতে কেনা চাল ডাল নুনবেড়ে দিয়েছি সন্তানের উদরে।
তারপর ঘুম.. ঘুম আর ঘুমপূর্ণিমার তলপেটে চাঁদ শুয়ে আছেগতযৌবনা নারীর চাদরে শুয়ে গোঁফ-ওঠা বালকএকান্ত প্রৌঢ়ের কাছে শান্তিতে বেশ্যার দল।হোরিখেলা শেষ আজ, শ্রীখোল পেয়েছে তার স্মৃতি।
শূন্য বিছানা ছেড়ে দূর আরও দূরে উঠে গেছে.. ছুটে গেছে কালিনী-নই কূলেমৃতবৎসা মা, তার কোলে নেই মৃত কোনো শিশু
জলস্রোত বয়েই যাচ্ছে, সময়ও গড়ানে...
কই, সে তো তবু ফিরে আসছে না।
[অলংকরণ - ঐন্দ্রিলা চন্দ্র।]
#কবিতা #প্রিয়া সামন্ত