দুটি কবিতা
তৃষা চক্রবর্তী
Jan 22, 2022 at 8:33 am
কবিতা
...............
১.
দেখতে পাচ্ছি টাল মাটাল পায়ে হেঁটে যাচ্ছ
সামনের বাড়ির পাগল কাকিমা কাকে রেন্ডি বলে
গালাগাল দিল।
মুড়ি মাটিতে দিলে শিশু যেমন খুঁটে খুঁটে খায়
তেমন আমাকে খাচ্ছ, ছড়িয়ে
অহমিকা চলে গেছে কবে
ঘৃণাবোধ আর নেই
সবাইকে ভালোবাসতে পারি জেনে এখন
রাগ করছ, দেবতার চেয়ে মানুষের অধিক
জরুরত পৃথিবীর--
তাই বুঝি, আমার নেশাদ্রব্য তুলে
গলা নীল করেছ? মেনকা সুন্দরী
জামাইকে পছন্দ করবেন, ঠিক?
২.
এই বায়ুপাঠ, স্নান ঢেউ
ফিরতি পথে পাঠাচ্ছি ছবিতে
তুমি মুগ্ধ হচ্ছ--
কত পুরুষ ভুলল এই রূপ তবু
কখনও না দেখে
নক্ষত্র ছায়ায়, আদিম স্রষ্টার
বীণা বেজে ওঠে, আলো পৌঁছতে
কত কোটি বছর লাগে-- যে
নক্ষত্র শিশু আজ জন্মালো
মানুষ ব্যস্ত হল মদ, খালিপেটে
আলোর কোনও শব্দ নেই
শিশুর কান্নার মতো কত কত
তারা, দূরে..
..............................
[ অলংকরণ : অভীক আচার্য ]