আজ বাইশে ।। 'আমি তোমারি মাটির কন্যা' ।। রবীন্দ্রসঙ্গীত
দেবস্মিতা দে
Aug 7, 2020 at 12:14 pm
ভিডিও গ্যালারি
![](https://firebasestorage.googleapis.com/v0/b/sillypoint-3.appspot.com/o/images%2Fthumbs%2FlLW4W1596808909142IMG-20200806-WA0096_1366x1366.jpg?alt=media)
রাগ: ছায়ানটতাল: একতালরচনাকাল (খৃষ্টাব্দ): 1933স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদারপর্যায় : বিচিত্র
বসুধার সঙ্গে জীবনের অচ্ছেদ্য টান। মাটি মানুষের সম্পর্ক চিরকালীন। বিশ্বজোড়া অশান্ত পরিস্থিতিতে উদ্বিগ্ন গুরুদেব সেই টানের কথাই বার বার মনে করিয়ে দিতে চেয়েছিলেন। স্বরলিপি তৈরি করে সেই কথাদেরই গায়নের উপযোগী করে তুলেছিলেন শৈলজারঞ্জন মজুমদার। তাদের মধ্যেই অন্যতম একটি গান 'আমি তোমারি মাটির কন্যা'। রবি-জীবনের শেষ পর্বে রচিত এই গান আজও সমান ভাবে প্রাসঙ্গিক।
#গান SALUTE #আজ বাইশে