আজ বাইশে ।। 'শুধু তোমার বাণী নয় গো' ।। রবীন্দ্রসঙ্গীত
প্রতিষ্ঠা আচার্য
Aug 7, 2020 at 1:13 pm
ভিডিও গ্যালারি
রচনাকাল: ১৮ ভাদ্র ১৩২১ (১৯১৪)রচনাস্থান: শান্তিনিকেতনপ্রকাশ: অগ্রহায়ণ ১৩২১ , প্রবাসী ‘পূজা’ পর্যায়ের এই গানটি ‘গীতালি’ গ্রন্থে জায়গা পেয়েছে।
শৈলজারঞ্জন মজুমদার এ গানটি প্রসঙ্গে বলেছেন, “এই গানে 'পরশ' শব্দটি তিনবার তিনভাবে ফিরে এসেছে। কিন্তু প্রতিবারই সুরের রূপ ভিন্ন। গানটির ভাব ভক্তিমূলক। যেখানে ভাষা পৌঁছয় না, মন যার নাগাল পায় না, সেই অনির্বচনীয়ের স্পর্শলাভের গভীর আকুতি বেজে ওঠে এই গানের 'পরশ' শব্দটিতে। মনে হয় এই শব্দটির মধ্যেই গানের চাবিকাঠি রয়েছে।” (শৈলজারঞ্জন মজুমদার/ ‘রবীন্দ্র সংগীতের মর্মলোকে’, রবীন্দ্র প্রসঙ্গ/ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯৯৭)।
#গান SALUTE #আজ বাইশে