সহজ জীবন গল্পে মোড়া
বই রিভিউ : চুক ও গেক লেখক : আর্কাদি গাইদারঅনুবাদ : শঙ্কর রায়রাদুগা প্রকাশন
আরকাইদি পেত্রভিচ গাইদার, সোভিয়েত সাহিত্যের এক রঙিন বিপ্লবের নাম। ১৯০৪ সালের ৯ই ফেব্রুয়ারী লগভ শহরে জন্ম। মাত্র ষোল বছর বয়সেই তিনি হয়ে যান রেজিমেন্টের কম্যান্ডারজা। ১৯২৫ থেকে ১৯২৭ সালে গাইদারের কয়েকটি উপন্যাস ও ছোটগল্প প্রকাশিত হয়।
তাঁর অন্যতম শিশুসাহিত্য ‘চুক ও গেক’। প্রকাশনা ‘রাদুগা’, অনুবাদ করেছেন শঙ্কর রায়।. ষাটটি ভাষায় অনুবাদ করা হয়েছে এ গল্প। এ গল্পের শুরুতেই লেখা আছে ‘সোভিয়েত শিশুসাহিত্যের অন্যতম রত্ন’। আর সে রত্নের চকমকি নেশা লাগিয়ে দেয় আমাদের। অত্যন্ত সহজ এক যাপনের গল্প শুনিয়ে যান তিনি। আর সেই আটপৌরে চলনের পরতে পরতে ঝিলিক দিতে থাকে নানা রঙ। এ গল্পের শুরু মস্কোতে আর শেষ তাইগারের গহিন অরণ্যে। দুই ভাইয়ের এক মিষ্টি খুনসুটির গল্প এটা। ওদের বাবা একজন ভূবিজ্ঞানী । দুই ছেলেকে নিয়ে মা থাকে মস্কোতে। মিষ্টি ঝগড়া, মারপিট লেগেই থাকে দুই ভাইয়ের মধ্যে। তাদের মা যখন ঘরে থাকে না তখন তারা মিলেমিশে থাকতে চেয়েও দুজনে দুজনের সঙ্গে প্রায় সব সময়েই যুদ্ধে জড়িয়ে পড়ে। তা পড়তে পড়তেই কখন যেন আমাদের ঠোঁটের ফাঁকে হাসি জমতে থাকে। তাদের বাবার চিঠি আসে ডাকে। কিন্তু দুই ভাইয়ের তাণ্ডবে তা হারিয়েও যায়। চিঠির কথামত বাবার সঙ্গে দেখা করতে রওনা হয় তারা। পাঠকেরাও সামিল হয় সেই অ্যাডভেঞ্চারে। দুর্গম পথ পেরিয়ে দু- ভাই পৌঁছে যায় তাদের ঠিকানায়। আর চুকের সঙ্গে ট্রেনের জানলার ধারে বসে আমরাও পৌঁছে যাই, তাইগায়। তখনই ধরা পড়ে চুক আর গেকের বাবার চিঠি হারিয়ে ফেলার কথা। মায়ের চরম বকুনির পর শুরু হয় আরেক যাত্রা । বাবা না আসা পর্যন্ত সম্পূর্ণ অচেনা সেই ভয়ঙ্কর জায়গায় প্রতি মুহূর্তে ভয়কে কোনও পাত্তা না দিয়েই নিজেদের জগত গড়ে তুলতে থাকে তারা। গেকের স্বপ্নের মধ্যেও তৈরি হয় নতুন গল্প। এক দানব থুতু ফেলছে অনর্গল। থুতু নয়, তা যেন ফুটন্ত জল। বরফের দেশ, স্লেজ, রাতের অন্ধকারে বাইরে হিংস্র জন্তুর ভয় আর ঘরের ভেতর বাবার জন্য অপেক্ষা এক অন্য জগতে নিয়ে যায় আমাদের।
এ বইয়ের অলংকরণ চমৎকার । ঠাণ্ডার দেশে জ্যোৎস্নামাখা ল্যান্ডস্কেপগুলো অসাধারণভাবে স্কেচের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ।
এ এক চেনা ছন্দের টগবগে লেখা। শিশুসাহিত্য হলেও এ গল্প মন কেড়ে নেয় আমাদের সকলের। এক নিশ্বাসে এ বই শেষ না করে ওঠা যাবে না। এমন ম্যাজিক জানে ‘চুক ও গেক’।
[ফিচারহেডে বাংলায় অনূদিত বইটির প্রচ্ছদের ছবি ব্যবহৃত হয়েছে ]
#বইয়ের খবর