পাঁচ লাখ গাছ রোপণের লক্ষ্যে এগোচ্ছেন সেনেগালের প্রৌঢ়
পাঁচ বছরের লক্ষ্যমাত্রা রেখেছেন। তার মধ্যেই পাঁচ লাখ গাছ রোপণ করতে চান দক্ষিণ সেনেগালের কাসামেন্স অঞ্চলের বাসিন্দা আদামা দিয়েমে (Adama Diémé)। নিজের এই কর্মসূচির নাম তিনি দিয়েছেন 'Ununukolaal'। সেনেগালি ভাষায় যার অর্থ 'আমাদের গাছেরা'। লক্ষ্যমাত্রা পূরণের জন্য আদামে নিজেও টাকা জমাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহও করছেন।
৪৮ বছর বয়সী এই উদ্যোক্তা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। পাশাপাশি কৃষি-প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। কাজের সূত্রে বেশ কয়েক বছর ইউরোপে কাটিয়ে ২০২০ সালে নিজের জন্মস্থানে ফিরে আসার পর আদামা অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে গ্রামে গাছপালা এত কমে গেছে। এলাকার কিছু গ্রামে একটিও গাছ অবশিষ্ট ছিল না। গোটা সেনেগাল জুড়ে গত এক দশকে ধ্বংস হয়েছে প্রচুর পরিমাণ অরণ্যভূমি। আদামার এলাকায় কাসামেন্স নদীর খাত চওড়া করার জন্য নদীর দু-ধারের অসংখ্য গাছ কাটা পড়েছে। সেই দেখেই আদামে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেন। এই কাজে প্রধান সহযোগী হিসেবে তিনি পান বন্ধু ইয়োলান্দা পেরেনিগুয়েজ (Yolanda Pereñiguez)-কে। স্থানীয় মহিলাদের নিয়ে আদামে একটি কর্মীবাহিনি গঠন করেছেন। গত তিন বছরে তাঁদের রোপণ করা ১ লাখ ৪২ হাজার বীজ অঙ্কুরিত হয়েছে। বেছে নেওয়া হয়েছে এমন সব ফলগাছ, যা স্থানীয় মানুষের অর্থসংস্থানের কাজেও আসবে। গুরুত্ব দেওয়া হয়েছে তেঁতুল, লেবু, পাম ইত্যাদি ১২ রকমের গাছকে। এই কর্মসূচির ওপর ভিত্তি করে মহিলাদের নিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠীও গড়ে তুলতে চান আদামে।
আরও পড়ুন : বিশ্বজুড়ে জলসংকটের মোকাবিলায় ২০০ টি ম্যারাথনে দৌড়বেন অস্ট্রেলীয় আইনজীবী
..................
ঋণ : bbc.com
#Tree plantation #Environment #বৃক্ষরোপণ #silly পয়েন্ট