সংক্রান্তি
মেঘের ঘোরালো রঙে তুমি কী অচিরেই ভেঙেছ চোখনীল ছায়াভাষ্যে...কয়েকটি ঘোড়া দ্রুত ভীষণ অস্থির নীলাভ বাগিচায় পেতেছে চোখ...প্রতিটি সময় যেন আড়াল মৃত্যুর, প্রতিটি অক্ষর বিষাদে ভাসে...জন্ম তাহার কাছে পেতেছে নাভিমূল, পেতেছে ঋণ আর স্মৃতির লোক...
অথচ তাদের কথা ঘুড়ির ক্রিয়ানুগ, বিকল সন্দেহে হয়েছে মৃতঅথচ তাদের কাছে বিষাদবালকের সীমানা মিশ্রিত যে বৈভবদূরের জগৎ খুঁজে সেখানে ফেরা থাকে, লুকানো সেখানেই প্রেমিক ধৃতগোঁসাই তুমিও জানো, নিপুণ বালিকাটি কীভাবে শিখে ফেলে সে ভৈরব
কথাটি পাখির ডানা শ্লোকটি হৃদয়ের গোপন সঙ্গত... লাস্যময়,তখনই তাদের কাছে যে ভাষা মন্ত্রের, ভাষাটি সেখানেই পবিত্রেরও!রাস্তা তেমন হলে ফেরাটা নিজস্ব... প্রতিটি ডানা জানে ফেরার লয়তালিকায় রাখো কাকে! ভীরুতা ছাতিমের? ছোট্ট কথাগুলি একান্তের?
নৌকো ভেসেছে জলে গভীর মাছেরাও পেতেছে একা একা সন্ধিহাড়গোঁসাই, রাধিকা জানে জন্ম বিরহের মৃত্যু আমাদের তীব্র একার!
[অলংকরণ : অমিত মণ্ডল ]
#কবিতা