সমকাল ও জগদীশচন্দ্র : প্রসঙ্গ রবীন্দ্রনাথ (আর্কাইভ)
"তাঁদের বন্ধুত্বের সূত্রপাত ঘটে কিঞ্চিৎ বেশি বয়সে এসেই, যদিও দুজনেই একটা সময়ে প্রায় একই সঙ্গে পড়তেন একই স্কুলে (সেন্ট জেভিয়ার্স)। দুজনেরই পারিবারিক পটভূমিকা ব্রাহ্ম, তবে প্রভেদ ছিল পারিবারিক খ্যাতিতেও। জগদীশচন্দ্র অবিভক্ত পূর্ববাংলার এক সরকারি আধিকারিকের একমাত্র ছেলে, তাঁর বংশে তিনিই প্রথম খ্যাতিমান, অন্যদিকে রবীন্দ্রনাথ কলকাতার বিখ্যাত ঠাকুরবাড়ির দেবেন্দ্রনাথ ঠাকুরের চোদ্দ নম্বর সন্তান, বাঁধাধরা শিক্ষায় শিক্ষিত না হলেও স্বশিক্ষার গুণে হয়ে উঠতে পেরেছিলেন তখনকার বাংলার প্রধানতম কবিদের একজন।" জগদীশচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা সুবিদিত। বাংলার দুই যুগপুরুষের সখ্য ও পারস্পরিক গুণগ্রাহিতার ধারাবাহিক আখ্যান অর্পণ পালের কলমে। এই আর্কাইভ পোস্টে আটটি পর্ব থাকছে একসঙ্গে।
............................
..............................
#জগদীশচন্দ্র বসু #রবীন্দ্রনাথ ঠাকুর #সিরিজ #series #archive #অর্পণ পাল