সূর্যালোকের সাহায্যে আঁকা হচ্ছে ছবি : তামিল শিল্পীর তাক লাগানো প্রযুক্তি
সূর্যের আলো ছাড়া প্রাণের অস্তিত্ব সম্ভব নয় সে তো আমরা সকলেই জানি। কিন্তু সূর্যের আলো দিয়ে যে আঁকাও সম্ভব সেটা তামিলনাড়ুর পোর্ট্রেট-শিল্পী ভিগনেশ হাতেকলমে সত্যি করে না দেখালে হয়তো কেউ বিশ্বাসই করতেন না। ম্যাজিক নয়, খাঁটি বিজ্ঞান।
হ্যাঁ। সূর্যের আলোকে কাজে লাগিয়েই এঁকে চলেছেন তামিলনাড়ুর মাইলাদুথুরাই-নিবাসী ৩১ বছর বয়সী ভিগনেশ। তবে কাগজের ওপর নয়, ভিগনেশ আঁকেন কাঠের ওপর। আঁকা অবশ্য তাঁর পেশা নয়। পেশায় তিনি প্রযুক্তিবিদ। বছর চারেক আগে দীর্ঘ অসুস্থতার সময় অখণ্ড অবসরে ছবি আঁকতে শুরু করেন, আর তখনই তাঁর মাথায় আসে এই পরিকল্পনা। এই পদ্ধতিতে ছবি এঁকে খ্যাতি লাভ করেছেন মার্কিন শিল্পী মাইকেল পাপাদাকিস। পাপাদাকিসের ভিডিও দেখে শিখেই এই পদ্ধতিতে কাজ শুরু করেন ভিগনেশ। উপকরণ বলতে রোদঝলমলে দিন, আতশকাচ আর স্ট্যান্ডে ক্যানভাসের জায়গায় আটকানো কাঠের ফলক। চড়া রোদকে আতশকাচের সাহায্যে কাঠের ওপর প্রতিফলিত করে চিত্রকর্ম তৈরি করেন তিনি।
দক্ষিণ ভারতীয় বেশ কয়েকজন চিত্রতারকার পাশাপাশি ভিগনেশ তৈরি করে ফেলেছেন দুনিয়া কাঁপানো ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'-এর চরিত্রদের পোর্ট্রেটও। সোশাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে ভিগনেশের কাজ। তাঁর এই কাজের ধরনকে বলা হচ্ছে 'Sunlight Wood Burning Art'। ভিগনেশের লক্ষ্য, নিজের কাজ নিয়ে একটি একক প্রদর্শনী করা।
..................
ঋণ : newindianexpress.com
#Sunlight Wood Burning Art #Vignesh #silly পয়েন্ট