ফিচার

সবচেয়ে দীর্ঘজীবী পত্রিকা : ২৮৪ বছর পেরিয়ে আজও 'নট আউট' স্কটস ম্যাগাজিন

টিম সিলি পয়েন্ট Feb 12, 2023 at 6:14 am ফিচার

বইপোকাদের জন্য চমৎকার একটা কুইজের প্রশ্ন হতে পারে এটা। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পত্রিকা কোনটি, যা এখনও প্রকাশিত হয়ে চলেছে? উত্তর হল, দ্য স্কটস ম্যাগাজিন (The Scots Magazine)। ১৭৩৯ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত এই পত্রিকা ২৮৪ বছর পার করে ফেলেও জাঁকিয়ে টিকে রয়েছে। অবশ্যই নিরবচ্ছিন্ন ছিল না এই যাত্রা। নানা কারণে পত্রিকা মাঝে মাঝে বন্ধ হয়েছে। তবে বারবার ফিরেও এসেছে মহাসমারোহে।

স্কটল্যান্ড থেকে প্রকাশিত এই পত্রিকা শুরু হয়েছিল লন্ডনের বিখ্যাত পত্রিকা জেন্টলম্যানস ম্যাগাজিন (Gentleman's Magazine)-এর প্রতিস্পর্ধী হিসেবে। প্রথম সংখ্যাটি প্রকাশ পেয়েছিল ৯ জানুয়ারি, ১৭৩৯ তারিখে। ছ-বছর এর সম্পাদনার দায়িত্বে ছিলেন বিখ্যাত স্কটিশ প্রকাশক উইলিয়াম স্মেলি (William Smellie)। 

প্রায় তিন শতকের এই দীর্ঘ যাত্রায় বেশ কয়েকবার পত্রিকাটির মালিকানা বদল হয়েছে। ১৯২৭ সাল থেকে স্কটল্যান্ডের স্বনামধন্য মিডিয়া হাউজ ডি সি থমসন ( D. C. Thomson & Co. Ltd) এই পত্রিকার প্রকাশের দায়িত্ব নিয়েছে। এখন এর সম্পাদনার দায়িত্বে আছেন রবার্ট রাইট (Robert Wight)। মুদ্রিত পত্রিকার পাশাপাশি পাঠকেরা অনলাইনেও এর কিছু কিছু নির্বাচিত লেখা পড়ার সুযোগ পান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চালু করা হয়েছে পত্রিকার নিজস্ব অ্যাপ-ও। স্কটস ম্যাগাজিনের মাসিক পাঠকসংখ্যা এখন একশো আশি হাজারের কাছাকাছি। 

.............................

#The Scots Magazine #DC Thomson #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

67

Unique Visitors

182615