ফিচার

কমিক বইয়ের বিপুল সংগ্রহ : ভারতের 'কমিকস-সম্রাট' অরুণ প্রসাদ

টিম সিলি পয়েন্ট Jan 20, 2024 at 8:20 pm ফিচার

১৯৬৭ সালে ছাপানো অমর চিত্রকথার প্রথম সংস্করণ থেকে শুরু করে ইন্দ্রজাল কমিকসের একেবারে শুরুর দিকের সংস্করণ, কিংবা ১৯৬৪ সালে প্রকাশিত হওয়া 'ফ্যান্টম বেল্টস'-এর প্রথম সংস্করণ - বেঙ্গালুরুর বইপ্রেমী ও লেখক অরুণ প্রসাদের সংগ্রহ দেখলে তাজ্জব না হয়ে উপায় থাকে না। দেশী কমিকস হোক বা বিদেশী - তাঁর ভাণ্ডারে পাওয়া যাবে সবই। বেনেট-কোলম্যান প্রকাশিত ইন্দ্রজাল কমিকসের সম্পূর্ণ সেট তাঁর কাছে রয়েছে। ভারতে এত বড় কমিকসের সংগ্রহ আর কারও নেই।

ছোটবেলায় উপহার পাওয়া কমিকসের সেট হারিয়ে ফেলে বেজায় মনোকষ্টে ভুগেছিলেন অরুণ। সেই থেকে শুরু হয় কমিকস জমানোর শখ। কালক্রমে পুরনো কমিকস সংগ্রহ করাটাই তাঁর নেশা হয়ে দাঁড়ায়। পঞ্চাশ ছুঁই ছুঁই অরুনের আঠেরো হাজারের বেশি পুরনো দুষ্প্রাপ্য কমিক বইয়ের সংগ্রহে সবই ১৯৯০ সালের আগে ছাপা। অরুণ জানান, বড় হয়ে যাবার পরেও কমিকস বইয়ের এই 'উদ্ভট' শখের কারণে তাঁকে বন্ধু ও আত্মীয়মহলে ঠাট্টার শিকার হতে হয়েছে। তবে তিনি কর্ণপাত করেননি। শহরের পুরনো বইপত্র ও শিশি-বোতলওয়ালাদের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়ে গিয়েছিল এই নেশার সূত্রেই। তাঁদের থেকেই অরুণ পেয়েছেন বেশ কিছু পুরনো ফেলে দেওয়া কমিকস। তবে শুধু তো সংগ্রহ করা না, এইসব পুরনো রত্নভাণ্ডারকে ঠিকঠাক সংরক্ষণ করাও একটা বড় চ্যালেঞ্জ। ২০০১ সালে তিনি সিদ্ধান্ত নেন, পুরোদস্তুর কমিকস সংগ্রহের কাজেই নিজেকে নিয়োজিত করবেন। দীর্ঘ তিন দশকে যত্ন করে বাড়িয়েছেন নিজের সংগ্রহ। একটু একটু করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর প্রয়াস। সম্প্রতি Indian Foundation of Art (IAF) সংস্থার পৃষ্ঠপোষকতায় তিনি ভারতীয় কমিকসের ইতিহাস নিয়ে সবিস্তারে কাজ শুরু করেছেন। ২০১৩ সালে মিড-ডে পত্রিকা তাঁকে 'Indian Comic King' নামে অভিহিত করেছিল। ২০১৪ সালে জিতেছেন ইন্ডিয়ান কমিক ফ্যানডম পুরস্কার। ভারতের বিভিন্ন শহরে অরুণ নিয়মিত নিজের সংগ্রহ প্রদর্শনের ব্যবস্থা করেন। কমিকসপ্রেমীরা সামনে থেকে দেখার সুযোগ পান তাঁর আশ্চর্য অধ্যাবসায়ের নমুনা। 

..................  

#Arun Prasad #pannapictagraphist #comics collector #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

21

Unique Visitors

215886