ফ্রিডা, আপনাকে
শাশ্বতী সান্যাল
July 18, 2020 at 5:46 am
কবিতা
আসলে পদ্ধতিগত ভুল এটা। আমাকে এখনবিধবার মতো একটা শাদা পোশাকের চৌবাচ্চাতেআটকে রেখেছে। দুহাতে কনুই অব্দিশাদা রঙ, কে বা কারা চুনকাম করেঢেকে দিয়ে গেছে ভাঙা কবিতার ইট ও আঙুল
ভোরে ভিজিটর আসে। দেহ ছুঁয়ে বলেএসব ক্রাইসিস কেটে যাবে, দেখো,পারদ পারদ সুখ এইমাত্র শরীরে চালানহল। বাতিল শব্দেরঝাঁঝালো হলুদ জল, ফোঁটা ফোঁটা জমে উঠছে নীচে, ক্যাথিটারে
শাদা পোশাকের এই কারাগারে, ঘুমের ভিতরেতারপরও কেঁপে ওঠে গোধূলি ও রক্তকণিকাশরীরে রঙের গন্ধ। রঙ,
যার উপশম নেই...
[ অলংকরণ : সৌরভ রায় ]
#কবিতা