সোমালিয়ায় কোটি বছরেরও পুরনো উল্কায় অজানা দুই ধাতুর খোঁজ
কানাডার একদল বিজ্ঞানী দুটি নতুন ধাতুর খোঁজ পেয়েছেন, বহু কোটি বছর আগে যাদের পৃথিবীতে আগমন ঘটেছিল এক বিরাট উল্কাখণ্ডের সঙ্গে। গবেষণাগারে কৃত্রিমভাবে নমুনা তৈরি করা গেলেও প্রাকৃতিক অবস্থায় এই দুই ধাতুর সন্ধান এই প্রথম পাওয়া গেল। যেখানে এই উল্কাখণ্ড পড়েছিল, এখন এই এলাকাটি আফ্রিকার সোমালিয়া রাষ্ট্রের অধীনে।
সোমালিয়ার লাইমস্টোন উপত্যকার দুর্গম অঞ্চলে অনেকটা জায়গা জুড়ে এর অস্তিত্বের কথা কিন্তু স্থানীয় আদিবাসীরা আজন্মকাল থেকেই জানেন। তবে সাড়ে ষোল টন ওজনের এই বিপুলাকার উল্কাটি বিজ্ঞানীদের নজরে এসেছে মাত্র বছরতিনেক আগে। উল্কাটির নাম দেওয়া হয়েছে 'El Ali'। গত নভেম্বর মাসে আলবার্টা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই উল্কা থেকেই নতুন দুই ধাতুর খোঁজ পেয়েছেন। দুই নতুন ধাতুর নাম তাঁরা দিয়েছেন 'Elaliite' ও 'Ekinstantonite'। নতুন দুই ধাতু শনাক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু লোকক (Andrew Locock)। এদের নমুনা নিয়ে বিস্তারিত পরীক্ষা চলছে। আরও একটি নতুন ধাতুর খোঁজ পাবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বিজ্ঞানীদের বক্তব্য।
.....................
ঋণ - www.freethink.com
#new minerals #meteorite