পুঁজি
শাওন নন্দী
July 19, 2020 at 6:33 am
কবিতা
মৃত্যুর বিকল্প ভালোবাসা
এই সহজ কথাটা একদিনকোনো প্রেরণা প্ররোচনা কিংবা উপলক্ষ্য ছাড়াই আমরা বুঝে নিতে পারব মনে হয়
ততদিন আমরা গাছআর গাছের মতন যা যা আছেসেই সমস্ত কিছুর বিনিময়ে বাণিজ্যের প্রসার ঘটাব
ঈশ্বরের ওপর দখলদারি নিয়ে ততদিননির্বিচারে মরবে মানুষ
শাসনে ও শয্যায় তোলপাড় হবেসভ্যতার বিপুল অর্জন
ততদিন আমরাগ্রহান্তরের খোঁজেগ্রামান্তরের খোঁজ নিতে ভুলে যাব
ততদিন আমরা ভয় পাবখোয়া যাবার
মরে যাবার ভয় ...
{ অলংকরণ - বিবস্বান দত্ত }
#কবিতা