পৃথিবীর কেন্দ্রে রয়েছে লোহা-নিকেলের এক গোলক, বলছে নতুন গবেষণা
চারটি নয়, পাঁচটি স্তর রয়েছে পৃথিবীর?
এমনই দাবি করছে নেচার কমিউনিকেশন পত্রিকায় সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র।
ভূত্বক বা ক্রাস্ট, ম্যান্টল এবং দু-ভাগে বিভক্ত কেন্দ্রক - এই চারটি স্তরের কথাই এতদিন জানা ছিল ভূ-বিজ্ঞানীদের। ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ স্কুল অফ আর্থ সায়েন্সেসের গবেষকরা জানাচ্ছেন, কেন্দ্রকের ভিতরের স্তর বা ইনার কোর নামক গলিত স্তরের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে একটি বিরাট কঠিন ধাতব গোলক। গোলকটি লোহা ও নিকেলের তৈরি এবং প্রায় ৬৪৫ কিলোমিটার প্রশস্ত বলে তাঁদের অনুমান। সিসমিক ওয়েভ বা ভূকম্পন তরঙ্গ নিয়ে গবেষণা করতে গিয়ে এই গোলকের অস্তিত্বের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। সিসমিক তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যাওয়ার সময়, স্তরের ঘনত্বের ওপর নির্ভর করে গতিবেগ পরিবর্তন করে। তরঙ্গের গতির হেরফের লক্ষ করেই পৃথিবীর ইনার কোরের মধ্যে একটি কঠিন গোলকের অবস্থান বিষয়ে গবেষকরা নিশ্চিত হচ্ছেন।
তবে তাঁরা এ-ও জানাচ্ছেন যে এই নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে আসতে গেলে আরও পরীক্ষানিরীক্ষা দরকার। কিন্তু এটুকু বলাই যায় যে এই তত্ত্ব সত্যি প্রমাণিত হলে আমাদের ভূতত্ত্ববিদ্যার ভূত-ভবিষ্যৎ সবই পাল্টে যেতে চলেছে।
..................
ঋণ : www.earth.com