রাকা দাশগুপ্তকে নিয়ে লেখা কবিতা
বিবস্বান দত্ত
May 7, 2022 at 9:11 am
কবিতা
...........................
শুনেছিলাম দী-র্ঘ-দি-নযতদিন বনে, পাতাঝরা ঋতুটির পাশেএসে বসে থাকে কোনও একাকী বালিকাযতদিন ঘরে এল ক্ষুদ্র কোনও কাঠএবং সে প্রাণময় কাষ্ঠটির বুকখুঁড়ে খুঁড়ে লিখে যান দীর্ঘ কবিতাবড়ো ইচ্ছে ছিল তবু, আপনার লেখাগুঁজে রাখব, আহা, ওই খোঁপাটির বুকেযেটিকে আমরা সব বন্ধুরা মিলেনিঝুম অরণ্যপ্রান্তে, বড়ো বড়ো গাছউহাদের নিচে বসেপত্রিকা বলি পাতায় সবুজ রং শিরা-উপশিরাঈষৎ হলুদএইভাবে একদিন, বহুদিন গেলকবি সম্মেলন হল গুহার ভিতরেশীতের ওই দস্তানা থেকে বেরিয়েছেআপনাকে লেখাবড়ো প্রিয় গ্রন্থখানিবড়ো প্রিয় ব্যথানিঝুম ওই ল্যাপটপ কিবোর্ডের পাশেপাতা হয়ে ঝরে পড়েহাওয়া...আপনার না পাওয়া কবিতা
..............................
অলংকরণ - ঐন্দ্রিলা চন্দ্র
#কবিতা #সিলি পয়েন্ট #বিবস্বান দত্ত