৫০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাপতি ফিরছে ব্রিটেনে
খাতায়-কলমে অর্ধশতাব্দী আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাপতিকে আবার দেখা গেল ব্রিটেনের পশ্চিম সাসেক্স প্রদেশের নেপ অঞ্চলে। চার-পাঁচের দশকের পর এই প্রজাতিটিকে পৃথিবীর কোনও প্রান্তেই দেখা যায়নি। 'Large tortoiseshell' নামে পরিচিত এই প্রজাপতিকে নতুন করে খুঁজে পেয়েছেন পতঙ্গবিদ নীল হাম ও ম্যাথু ওটস। তাঁদের কথায়, পঞ্চাশ বছর আগে এই প্রজাপতিরা বিলুপ্তির খাতায় নাম লেখালেও এটা স্পষ্ট যে তারা আবার ফিরে আসছে।
২০১১ সালে গ্রিসে এই প্রজাতির একটি প্রজাপতি দেখা গিয়েছিল বলে একজন পতঙ্গবিদ দাবি করেছিলেন। তবে তখন বিষয়ে বিস্তারিত কোনও সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। 'Large tortoiseshell' প্রজাতির শুঁয়োপোকারা খাদ্যের জন্য সাধারণত নির্ভর করে এলম, আস্পেন, সালো ও সমগোত্রীয় কিছু ফলের গাছের ওপর। ঠিক কী কারণে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল সে বিষয়ে জীববিজ্ঞানীরা সকলে একমত নন। তবে ছত্রাকের আক্রমণ, এলম গাছের 'ডাচ এলম রোগ', সালো গাছের অস্বাভাবিক কমে যাওয়া ইত্যাদি কারণ হতে পারে বলে ডঃ হাম ও ওটস মনে করেন। বসন্তকালে এরা মূলত সালো ফুলের ওপর নির্ভর করেই বেঁচে থাকে। ইউরোপের আরও বিভিন্ন জায়গাতেও এদের প্রত্যাবর্তন ঘটার সম্ভাবনা দেখছেন তাঁরা। ডঃ ওটসের কথায়, এদের ফিরে আসার ক্ষেত্রে অনুকূল ভূমিকা থাকতে পারে জলবায়ু পরিবর্তনের।
...............
ছবি : Mike Mckavett
ঋণ : theguardian.com