কবিতা

দ্বিমাত্রিক

ঋজুরেখ চক্রবর্তী April 10, 2021 at 4:14 am কবিতা

এক হাতে অকপটে নিঃস্ব হতে হতে
অরন্তুদ অন্য হাতে
যে পারে করুণ পদে অমোঘ নির্মম সুরারোপ,
তুমি তাকে সন্ন্যাস শেখাতে চেয়ে সুখী হতে পারো?

অনেক মৃত্যুর পর মাঝেমাঝে কখনো-সখনো
বিজ্ঞাপন বিরতির মতো দীর্ঘ একঘেয়ে ক্লান্ত অবসরে
একটা-দুটো নবজন্ম ঘটে।
তুমি সেই তিতিক্ষায়
ঊনকোটি আয়ুষ্কাল বাজি রেখে শান্ত বসে আছ,
যেন তুমি সফল না হলে
পর্ণমোচী অভিমানে চিরহরিতের রূপ নেবে
অথবা অবগাহন বৃথা যাবে কলঙ্কপ্রবণ মধুমাসে!

এক হাতে সীমারেখা এঁকে নিতে নিতে
যে পারে অপর হাতে অধ্যাদেশ ছিঁড়ে ফেলে দিতে,
তুমি তাকে ক্ষাত্র অধিকারে ভেঙে জয়ী হতে পার?


[ অলংকরণ: বিবস্বান ]

#বাংলা #কবিতা #দ্বিমাত্রিক #ঋজুরেখ চক্রবর্তী

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

48

Unique Visitors

177624