পরিবেশ ও প্রাণচক্র

দাবানল-আক্রান্ত বন্যপ্রাণীদের জন্য কার্ডবোর্ডের পিরামিড : সৌজন্যে অস্ট্রেলিয়ার গবেষক

টিম সিলি পয়েন্ট Mar 6, 2022 at 5:58 am পরিবেশ ও প্রাণচক্র

সাম্প্রতিক অতীতে দুনিয়ার বিভিন্ন প্রান্তে বনাঞ্চলে ঘটে গেছে ভয়াবহ সব দাবানলের ঘটনা। প্রতিটি ঘটনায় মৃত্যু হয়েছে বহুসংখ্যক জীবের। শুধু আগুনে মৃত্যু না, আগুনে ভয় পেয়ে নিজেদের স্বাভাবিক বাসভূমি ছেড়ে বেরিয়ে আসার কারণেও অনেক প্রাণীকে হতে হয়েছে মৃত্যুর শিকার। দেখা গেছে, এই দ্বিতীয় ধরনের মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। এই ভাবনা থেকেই অস্ট্রেলিয়ান গবেষক ডঃ আলেকজান্দ্রা কার্থি ছোটো প্রাণীদের আত্মরক্ষার জন্য তৈরি করেছেন পিরামিড-আকৃতির পরিবেশবান্ধব এক ধরনের সাময়িক আস্তানা, যাতে তারা অসহায়ভাবে বড় প্রাণীদের শিকারে পরিণত না হয়।

প্রাণীদের লুকিয়ে থাকার এই জায়গাগুলোকে গবেষকেরা বলছেন 'Habitat Pods'। মূলত কার্ডবোর্ডের তৈরি ছয় দিকওয়ালা এই পিরামিডগুলো ওজনে একেবারে হালকা, উচ্চতায় ২৩.৬ ইঞ্চি। আলো-বাতাস যাতায়াতের জন্য এদের গায়ে রয়েছে বেশ কিছু ফুটো। প্রাণীদের ঢোকা-বেরোনোর জন্য অপেক্ষাকৃত বড় ফুটোও রয়েছে। আর পিরামিডের ভিতরে রয়েছে অনেকগুলো কম্পার্টমেন্ট, যাতে প্রাণীদের যাতায়াত ও আত্মরক্ষায় সুবিধা হয়। এই নিয়ে পরীক্ষানিরীক্ষা করে যথেষ্ট সুফল পাওয়া গেছে। গোটা বিশ্বজুড়ে দাবানলের ঘটনা যখন বেড়েই চলেছে,  কার্থি ও তাঁর সহযোগীদের বিশ্বাস, অনেক প্রাণীর প্রাণ বাঁচাতে সক্ষম হবে এই কার্ডবোর্ডের পিরামিডেরা।

ঋণ : newatlas.com


আরও পড়ুন:‘সাস্টেইনেবল্‌ হোম’ : প্রাক্তন নৌ-কমান্ডারের অনন্য কীর্তি/ অলর্ক বড়াল

#বন্যপ্রাণী #পরিবেশ #জীবনচক্র #দাবানল #কর্ডবোর্ডের পিরামিড #Habitat Pods #ওয়েব পোর্টাল #সিলি পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

28

Unique Visitors

216340