ফিচার

জলবায়ু-পরিবর্তনের ফলে ঘাতক হয়ে উঠতে পারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী এই ফাঙ্গাস

টিম সিলি পয়েন্ট July 17, 2022 at 8:16 am ফিচার

ক্যানডিডা অরিস (Candida auris)। অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী এই ফাঙ্গি বা ছত্রাক গত দশ বছরে চোখে পড়ার মতো শক্তি অর্জন করেছে। বিবর্তনের পথে এরা খুব তাড়াতাড়িই মানুষের ক্ষেত্রে ঘাতক হয়ে ওঠার ক্ষমতা অর্জন করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ফলে একটি বিশ্বব্যাপী অতিমারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই 'সুপারবাগ' (Superbug)-এর নিকটাত্মীয় বা কাছাকাছি গোত্রের অন্যান্য ছত্রাকেরা স্তন্যপায়ীদের শরীরের সাধারণ তাপমাত্রা সেভাবে সহ্য করতে পারে না। ক্যানডিডা অরিসের সে সমস্যা নেই। গবেষকরা খেয়াল করেছেন, পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গেও মানিয়ে নিচ্ছে ক্যানডিডা অরিস। এর জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী। বিজ্ঞানীরা মনে করছেন শুধু ক্যানডিডা অরিস-ই নয়, অদূর ভবিষ্যতেই আরও কিছু কিছু ক্ষতিকর ছত্রাক হয়তো উচ্চ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেবার ক্ষমতা অর্জন করবে। মানবজাতির জন্য এটা খুব একটা সুখবর নয়। 

কোভিড-যুগ শেষ হবার আগেই কি ছত্রাক-অতিমারি এগিয়ে আসছে? সময়ই এ প্রশ্নের উত্তর দেবে। 


তথ্যঋণ : futurism.com 

........................... 

#CLIMATE CHANGE #SUPERBUG #epidemic #সিলি পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

1

Unique Visitors

216284