সিরিজ

ইনফিনিট লাইব্রেরি : ম্যাক্স মুলার ভবনের উদ্যোগে কলকাতায় 'ভারচুয়াল রিয়ালিটি' লাইব্রেরি

টিম সিলি পয়েন্ট Sep 21, 2022 at 12:20 pm সিরিজ

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টাচ্ছে আমাদের জীবনযাত্রা, পাল্টে যাচ্ছে আমাদের চারপাশের সবকিছুই। লাইব্রেরিই বা পিছিয়ে থাকে কেন? সার সার তাক আর আলমারি বা ধুলোমাখা বইয়ের স্তূপের বাইরে কি অন্যভাবে ভাবা যায় না লাইব্রেরিকে? সেই ভাবনা থেকেই প্রযুক্তিকে সঙ্গী করে নতুন প্রজন্মের বইপ্রেমীদের জন্য অন্যরকম অভিজ্ঞতার স্বাদ নিয়ে এল 'দ্য ইনফিনিটি লাইব্রেরি'।

 ম্যাক্স মুলার ভবনের গ্যেটে ইন্সটিটিউটের উদ্যোগে ভারচুয়াল লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ পেলেন কলকাতাবাসী। তবে আপাতত মাত্র কিছুদিনের জন্যই এই সুযোগ পেলেন কলকাতাবাসী। বিশ্বের বেশ কয়েকটি দেশে অনেকগুলি শহরে অস্থায়ীভাবে এই ভারচুয়াল লাইব্রেরি-প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দেখা হচ্ছে উপভোক্তাদের সাড়া কতটা মেলে। দিনকয়েকের এই 'ইনফিনিটি লাইব্রেরি'-তে ঠিক কী সুবিধা পেলেন উৎসাহীরা? বই পড়তে পড়তে একজন পাঠক কল্পনায় যা ভাবতে থাকেন, ভার্চুয়াল রিয়ালিটি বা ভি-আর হেডসেট পরে এ লাইব্রেরিতে শব্দ ও দৃশ্যের মাধ্যমে প্রায় অবিকল অভিজ্ঞতা নিতে পারলেন। বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, মানুষের বিবর্তনের ইতিহাস ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভারচুয়াল পড়াশোনা করতে পারলেন। ইনফিনিটি লাইব্রেরির পরিচালক মিকা জনসনের কথায়, "লাইব্রেরি যে বইয়ে-ভরা একটা জায়গার চেয়ে অনেক বেশি কিছু, সে কথাই আমরা মানুষকে মনে করিয়ে দিতে চাই।" নয়াদিল্লি থেকে কলকাতা, ঢাকা থেকে ইসলামাবাদ - এশিয়ার অনেক শহরেই সম্প্রতি দাপিয়ে বেরিয়েছে এই প্রজেক্ট। কুড়িয়েছে মানুষের বিপুল উৎসাহ। অদূর ভবিষ্যতে গ্যেটে ইন্সটিটিউট আবারও নিশ্চয়ই শহরে ফিরিয়ে আনবেন এই আকর্ষণীয় লাইব্রেরি, এমনই আশায় বুক বাঁধছেন বইপ্রেমীরা। 

#ইনফিনিট লাইব্রেরি #লাইব্রেরী #সিলি পয়েন্ট #ম্যাক্স মুলার #টিম সিলি পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

73

Unique Visitors

177736