ফিচার

বর্জ্য থেকে হিউম্যানয়েড রোবট : সাড়া ফেলছে মুম্বইয়ের শিক্ষকের তৈরি 'শালু'

টিম সিলি পয়েন্ট Aug 9, 2022 at 7:06 pm ফিচার

ফেলে দেওয়া বর্জ্য, প্লাস্টিক, কার্ডবোর্ড, কাঠের টুকরো আর অ্যালুমিনিয়াম দিয়ে কিনা তৈরি হয়েছে একটা আস্ত হিউম্যানয়েড রোবট। নাম তার শালু। কার্যকারিতায় সে পিছনে ফেলতে পারে হংকং-এর হ্যানসন রোবোটিক্স কোম্পানির বিখ্যাত হিউম্যানয়েড সোফিয়াকেও। শালুকে তৈরি করেছেন আইআইটি বম্বের কেন্দ্রীয় বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক দীনেশ পটেল। ভারতে এই প্রথমবার এমন হিউম্যানয়েড তৈরি হল। ২০২০ সালে নির্মিত এই 'স্মার্ট রোবট' ইতিমধ্যেই সারা বিশ্বের সম্ভ্রম আদায় করে নিয়েছে।

শালুকে এখনকার চেহারায় নিয়ে আসতে তিন বছর লেগেছে বলে জানিয়েছেন দীনেশ পটেল। তাছাড়া তারও আগে রয়েছে হিউম্যানয়েড নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা ও পরিশ্রম। প্রথম দর্শনে মনে হবে, সোফিয়ার অক্ষম অনুকরণ। কিন্তু শালু সোফিয়ার চেয়ে কোনও অংশে কম যায় না। ব্যক্তি বা বস্তুকে চিনতে পারা বা স্মৃতিতে ধরে রাখার মতো ক্ষমতা রয়েছে শালুর। বাংলা, মরাঠি, ভোজপুরি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম সহ মোট ন-টি ভারতীয় ভাষা ছাড়াও শালু কথা বলতে পারে আরও ৩৮ টি আন্তর্জাতিক ভাষায়। সোফিয়ার মতোই শালু কথোপকথনে স্বচ্ছন্দ। সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন বা অঙ্কের নানাবিধ সমস্যাও সে সমাধান করতে পারে। এছাড়াও শালু কুইজ প্রতিযোগিতা পরিচালনা বা ছোটদের ক্লাস নিতেও সক্ষম বলে জানিয়েছেন তার স্রষ্টা দীনেশ পটেল। এরই মধ্যে সে ষষ্ঠ শ্রেণির ছাত্রদের ক্লাসও নিয়ে ফেলেছে। দীনেশ পটেল জানিয়েছেন, সুপারস্টার রজনীকান্ত-অভিনীত রোবট ছায়াছবির হিউম্যানয়েড 'চিট্টি'-ই ছিল শালুর নির্মাণের প্রেরণা। বেশ কয়েকটি পত্রিকার বিচারে শালু বিশ্বের সবচেয়ে উন্নত হিউম্যানয়েডদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে। 

এখানে ক্লিক করে দেখে নিন শালুর সঙ্গে তাঁর স্রষ্টার কথোপকথনের ভিডিও 

..................... 

ঋণ : robotsscience.com 

#Shalu #Robot #humanoid #Artificial Intelligence #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

73

Unique Visitors

182723