ফিচার

থর মরুভূমিতে মাটির ১৬ ফিট নিচে লাইব্রেরি : রাজস্থান গেলে দেখতে ভুলবেন না

টিম সিলি পয়েন্ট Oct 9, 2022 at 8:17 am ফিচার

চমকে দেবার মতো ব্যাপারই বটে। মরুভূমির তলায় কিনা আস্ত একটা লাইব্রেরি। প্রায় নয় লাখ বই। ৫৬২ টি কাঁচের তৈরি তাক। রয়েছে হাজার চারেক মানুষের বসার জায়গাও। অন্য কোনো দেশ নয়, খোদ ভারতেই। রাজস্থানের জয়সলমিরের ভদারিয়া গ্রামে মাটির ১৬ ফিট নীচে রয়েছে এই আশ্চর্য লাইব্রেরি।


এই লাইব্রেরি তৈরির নেপথ্যে যিনি ছিলেন তাঁর নাম হরবংশ সিং নির্মল। সন্ন্যাস নেবার পর তিনি ভদারিয়া মহারাজ নামে পরিচিত হয়েছিলেন। ভদারিয়া গ্রামে তাঁর উদ্যোগে গড়ে উঠেছিল একটি মন্দির। তিনি নিজে একজন উৎসাহী পাঠক। তাই মন্দিরের পাশাপাশি একটি লাইব্রেরি তৈরির ইচ্ছেও ছিল বহুদিনের। ১৯৯৮ সালে লাইব্রেরির জন্য বই সংগ্রহ শুরু হয়েছিল। এই লাইব্রেরির বহু বই উপহার হিসেবে এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। মন্দির দেখভালের দায়িত্বে রয়েছে জগদম্বা সেবা সমিতি নামে একটি ট্রাস্ট। এই ট্রাস্টই লাইব্রেরি পরিচালনা করে। সব মিলিয়ে বইপ্রেমীদের কাছে স্বর্গের মতোই। রাজস্থান গেলে বইপ্রেমীদের তো বটেই, সকলেরই অন্তত একবার দেখে আসা উচিত এই অভিনব লাইব্রেরি। 

আরও পড়ুন : বইয়ের তাকেই থাকার ব্যবস্থা : অভিনব আয়োজন জাপানের ‘BOOK & BED’ বইঘরে 

.................................

#Bhadariya Library #Jaisalmer #underground library #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

0

Unique Visitors

182524